আত্মবিশ্বাস ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস যখন অহংকারে পরিণত হয় তখন পতন যে অনিবার্য হবেই সেটা জানা কথা। কিন্তু কৌন বনেগা ক্রোড়পতি ১৭-এর (KBC Season 17) মঞ্চে অংশগ্রহণকারী নাবালক প্রতিযোগী গান্ধীনগরের ঈশীত ভাট (Ishit Bhatt) বা তাঁর পরিবার হয়তো এই কথাটা সম্পর্কে অবগত ছিলেন না। তাই যেভাবে ‘সবজান্তা’ মনোভাব নিয়ে শিশু প্রতিযোগী সঞ্চালক অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) ‘কথা না বলে প্রশ্ন করুন’ বলেন, তাতে যথেষ্ট বিরক্ত নেটপাড়া। সম্প্রতি সেরকমই একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে শিশু প্রতিযোগী অপশন ছাড়াই একের পর এক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন। শুধু তাই নয় অতিরিক্ত ‘পাকামি’করে বিগ বিকে (Big B) অর্ডার দিতেও বিন্দুমাত্র সময় নেয় নি সে! যদিও ‘অহংকারী প্রতিযোগী’র দর্প চূর্ণ হয়েছে কয়েক মুহূর্তের মধ্যেই।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে প্রাতরাশ সম্পর্কিত একটি প্রশ্নে অমিতাভের অপশন বলার আগেই নিজের উত্তরটি লক করায় ঈশীত। পরবর্তী কয়েকটি প্রশ্ন একই ঘটনার পুনরাবৃত্তি। সঞ্চালক প্রাসঙ্গিকতার কথা বলতে চাইলে ঈশীত বলিউডের মেগাস্টারকে কথা কম বলে পরবর্তী প্রশ্ন করা নির্দেশ দেয়। এতেই বেজায় চটেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কিছু সময়ের মধ্যেই রামায়ণ সংক্রান্ত একটি প্রশ্নে অবশ্য ধরাশায়ী হতে হয় নাবালক প্রতিযোগীকে। এরপরই সমাজমাধ্যমে জোড় আলোচনা শুরু হয়। অনেকেই বলেন, শিশুটির অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকারের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে তাঁর মধ্যে নম্রতা বা ভদ্রতা কোনটাই দেখা যায়নি। অনায়াসে অমিতাভের মতো ব্যক্তিত্বের সঙ্গে প্রতিযোগী যেরকম আচরণ করেছেন সেটা অসম্মানজনক। যদিও কেউ আবার বিষয়টিকে বেশ কৌতুক পূর্ণ স্বভাবের পরিচয় বলে মনে করছেন। ভিডিও ভাইরাল হতেই কয়েক মুহূর্তের মধ্যেই কমেন্ট বক্স মন্তব্যে ভরে যায়। মূলকথা একটাই, শিশুদের সবার আগে আগে শিষ্টাচারের শিক্ষা পাওয়া দরকার। নিজের ব্যবহারের কারণে শুধু যে প্রতিযোগিতার টাকা হাতছাড়া হয়েছে তাই নয়, জনগণের সহানুভূতিও হারিয়েছেন প্রতিযোগী ও তার পরিবার।

–

–

–

–

–

–

–

–