বুধবার রঞ্জি ট্রফির(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। মঙ্গলবার বাংলা দলের অনুশীলনে যোগ দিলেন মহম্মদ শামি(Md. Shami)। বঙ্গ শিবিরে যোগ দিয়েই মুখ্য নির্বাচক অজিত আগরকরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন শামি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দল ঘোষণার সময় মুখ্য নির্বাচক বলেছিলেন, শামি দুই তিন বছর খুব বেশি খেলেননি, তাঁকে নিয়ে খুব বেশি তথ্য আমার কাছে নেই। ইডেনে দাড়িয়েই মুখ্য নির্বাচকদের পাল্টা দিলেন শামি।

মঙ্গলবার সিএবিতে সাংবাদিকদের মুখোমুখি শামির স্পষ্ট জবাব, “আমাকে কেন কাউকে আপডেট দিতে হবে? আমি আমার কাজ করছি। এনসিএ যাচ্ছি, অনুশীলন করছি, ম্যাচ খেলছি। আমার ফিটনেস নিয়ে সমস্যা থাকলে আমি রঞ্জি খেলতাম? কাউকে আপডেট দেওয়া আমার কাজ নয়।”

জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে শামি বলেন, জাতীয় দলে সুযোগ পাওয়া আমার হাতে নেই। যদি কেউ ম্যাচ খেলে, ভালো পারফরম্যান্স করে তাহলে ভারতীয় দলে সুযোগ পাবে। ম্যাচ খেলার সুযোগ থাকলে খেলি, একান্ত ম্যাচ না থাকলে অনুশীলন করি। বাংলা দল প্রসঙ্গে শামি বলেন, এবার বাংলা দল খুবই ভালো। সবাই ভালো ছন্দে আছেন।

আরও পড়ুন :৫ লক্ষ জনসংখ্যার কেপ ভার্দেও খেলবে ফুটবল বিশ্বকাপ, ভারতের প্রাপ্তি অন্তহীন অপেক্ষা

উত্তরাখণ্ডের বিরুদ্ধে চার পেসার নিয়ে খেলতে নামতে পারে বাংলা। ফিট শামি, সঙ্গে আকাশদীপ-ঈশান পোড়েল।সূরজ সিন্ধুকে খেলানো হতে পারে।

–

–

–

–