Friday, December 19, 2025

‘অরিজিতের সঙ্গে সমস্যা আমিই তৈরি করেছিলাম’, বিগবসের মঞ্চে স্বীকারোক্তি সলমনের!

Date:

Share post:

বিনোদন জগতের দরদী কন্ঠ অরিজিৎ সিংয়ের (Arijit Singh)সঙ্গে মনোমালিন্য আর দূরত্ব নিয়ে নীরবতা ভাঙলেন বলিউডের ভাইজান। বিগ বস ১৯-র মঞ্চে নিজের ‘দোষ’ স্বীকার করলেন সলমন খান (Salman Khan)। সেলিমপুত্র ইন্ডাস্ট্রিতে যেমন অনেকের ক্যারিয়ার গড়ে দিয়েছেন ঠিক তেমনই অপছন্দের মানুষকে ছারখার করতেও তাঁর ভূমিকা সর্বজনবিদিত। এরকমই একজন হলেন অরিজিত। ভারতীয় সংগীত জগতের (Indian Music industry) এই মুহূর্তের অন্যতম সেরা পুরুষ কণ্ঠের অবশ্য খুব বড় ক্ষতি করতে পারেননি ‘দাবাং’ খান। বরং মাথা উঁচু করে নিজের যোগ্যতায় সেরার সেরা হয়ে উঠেছেন মুর্শিদাবাদের ছেলেটা। ইন্ডাস্ট্রির বাকি সকলের কণ্ঠ হয়ে উঠলেও প্রায় ১১ বছর ধরে সলমনের জন্য কোনও গান গাইতে দেখা যায়নি তাঁকে। বলিউডের ‘টাইগার’-এর সঙ্গে একটি ঝামেলার জেরে তাঁর সিনেমা থেকে বাদ পড়েছিল গায়কের গান। আজ প্রায় একদশক পেরিয়ে সেই প্রসঙ্গে মুখ খুললেন সুপারস্টার।

দুই তারকার মধ্যে সমস্যা শুরু হয় একটা সামান্য মনোমালিন্য থেকে যা ঘটে ২০১৪ সালের স্টার গিল্ড অ্যাওয়ার্ডস-এর মঞ্চে। বাংলার ছেলে অরিজিৎ সেই সময় ‘তুম হি হো’-এর জন্য রাতারাতি খ্যাতি পেয়েছেন আর পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন। একটানা একাধিক শো করার ফলে গায়ককে বেশ ক্লান্ত লাগছিল। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সলমন। মজার ছলে অরিজিতকে বলেন, “ঘুমিয়ে পড়েছিলে নাকি?” গায়ক পাল্টা বলেন, “আপনারাই তো আমায় ঘুম পাড়িয়ে দিলেন”। ব্যাস এখান থেকেই শুরু, শোনা যায় বিষয়টিকে ভালো ভাবে নেননি অভিনেতা। ইন্ডাস্ট্রিতে খবর ছড়িয়ে যায় ‘আশিকি টু’ গায়কের কথায় অপমানিত বোধ করেছিলেন সলমন এবং তারপরেই গায়কের ক্যারিয়ার ধংস করতে তিনি নাকি উঠে পড়ে লাগেন। ‘সুলতান’-এর “জগ ঘুমেইয়া”, যেটি অরিজিত্‍ গাওয়ার পরও তাঁকে বদলে রাহাত ফতেহ আলি খানকে দিয়ে গাওয়ানো হয়। ২০১৬ সালে অরিজিৎ প্রকাশ্যে সলমানের কাছে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। এক পোস্টে গায়ক অনুরোধ করেন যে সলমান যেন তাঁকে ক্ষমা করে দেন। যদিও অভিনেতা সবটা ভুলতে পেরেছিলেন কিনা সে নিয়ে কোনও মন্তব্য মেলেনি।

প্রায় ৯ বছর পর অবশেষে নীরবতা ভাঙলেন বলিউডের ভাইজান। বিগবসের মঞ্চে কৌতুক অভিনেতা রবি গুপ্তার (Ravi Gupta)সঙ্গে কথা বলার সময় সলমান বলেন, “অরিজিৎ এবং আমি খুব ভালো বন্ধু। ওর সঙ্গে সমস্যাটা আমার তরফ থেকেই ছিল। সেই ভুল বোঝাবুঝিটা আমার পক্ষ থেকে হয়েছিল। এরপর ও আমার জন্য গানও গেয়েছে — টাইগার ৩-তে গেয়েছে এবং এখন ও গালওয়ান-এর জন্যও একটা গান গাইছে”। নায়কের এহেন মন্তব্যের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দুই শিল্পীর অনুরাগী ও ভক্তরা। যাক, অবশেষে সমস্যা মিটলো তাহলে।

 

spot_img

Related articles

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...

আইএসএল আয়োজনে উদ্যোগী ক্লাব জোট রূপরেখা পাঠাল দিল্লিতে, ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

আইএসএল করার রূপরেখা তৈরি করে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে  চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২ ক্লাবের সম্মিলিত জোট। ...

প্রেসক্রিপশনের স্বচ্ছতা বজায় রাখতে নয়া অ্যাপ আনছে রাজ্য

স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বারবার বলা সত্ত্বেও রাখা হচ্ছে না প্রেসক্রিপশনের সচ্ছতা। এবার অনিয়ম রুখতে নয়া...

বাংলাদেশ এখন জিহাদিস্তান! হিংসাত্মক তাণ্ডবের তীব্র নিন্দা তসলিমার

মৌলবাদী ও জেহাদিদের বিক্ষোভে ফের উত্তাল বাংলাদেশ। ছাত্রনেতা হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অশান্তি চরমে। প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে...