জমি-বাড়ি রেজিস্ট্রেশনের সমস্যা মেটাতে রাজ্যের নয়া হেল্পলাইন পরিষেবা

Date:

Share post:

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা কাটাতে এবার পৃথক হেল্পলাইন নম্বর চালু করতে চলেছে রাজ্য সরকার (West Bengal Govt.)। নভেম্বরের মধ্যেই এই হেল্পলাইন (Helpline) জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ‘ইন্টার‌্যাক্টিভ ভয়েস রেসপন্স’ প্রযুক্তির মাধ্যমে এই পরিষেবা দেওয়া হবে। যেখানে নির্দিষ্ট নম্বরে ফোন করলেই নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে নিজেদের সমস্যার ধরন অনুযায়ী তথ্য ও দিকনির্দেশনা পাবেন। হেল্পলাইন থেকে ধাপে ধাপে সরাসরি আধিকারিকদের সঙ্গে যোগাযোগের সুযোগ, দলিল রেজিস্ট্রেশন, ই-ডিড জমা, সার্টিফায়েড কপি সংগ্রহ বা স্ট্যাম্প ডিউটি সংক্রান্ত সমস্যা নিয়ে সরাসরি পরামর্শ পাওয়া যাবে। রাজ্য অর্থ দফতরের অধীন ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ জমি-বাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত কাজের মূল দায়িত্বে। প্রথম পর্যায়ে হেল্পলাইনে ফোন করলে আইভিআর পদ্ধতিতে প্রাথমিক তথ্য দেওয়া হবে।

ইতিমধ্যেই রাজ্যের রেজিস্ট্রেশন ব্যবস্থায় একাধিক আধুনিক প্রযুক্তি চালু হয়েছে। ই-ডিড রেজিস্ট্রেশন, সার্টিফায়েড কপি প্রদান সহ প্রায় সব পরিষেবাই এখন অনলাইনে পাওয়া যায়। পুরো ব্যবস্থাকে আরও স্থিতিশীল করতে সরকার ব্যবহার করছে ‘মাইক্রো সার্ভিস আর্কিটেকচার’ প্রযুক্তি, যার ফলে কোনও রক্ষণাবেক্ষণের কাজের সময়েও অনলাইন পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে না। অর্থ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “আমরা চাই মানুষ যেন সরাসরি সরকারের কাছ থেকেই সঠিক তথ্য পান। যাতে কোনও অসাধু দালালচক্র তাঁদের ভুল পথে চালাতে না পারে।” তবে এই হেল্পলাইনের মূল লক্ষ্য সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরিষেবা নিশ্চিত করা।

রাজ্যের সরকারি পোর্টাল igr.wb.gov.in-এ নাগরিকরা জমি-বাড়ি সংক্রান্ত সব তথ্য ও পরিষেবা পেয়ে থাকেন। আগামী মাসের মধ্যেই এই পোর্টালেই প্রকাশ করা হবে নতুন হেল্পলাইন নম্বর। সরকারের আশা, এই পদক্ষেপের ফলে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা, গতি ও নাগরিক আস্থা— তিনটিই বহুগুণে বৃদ্ধি পাবে।

spot_img

Related articles

দলীয় কর্মীর হাতে প্রিয়নেতার ট্যাটু: আপ্লুত অভিষেক বাকরুদ্ধ

ট্যাটু (Tattoo)। বাংলা নাম উল্কি। দীর্ঘদিন ধরেই এই প্রক্রিয়ায় মানুষ তার দেহে এঁকে রাখতে চায় কখনও নিজের নাম,...

টাকা তোলার অভিযোগ! বীরভূমে দুই এএসআইকে সাসপেন্ড করল পুলিশ 

বীরভূম জেলার মহম্মদবাজার থানার দুই পুলিশকর্মীকে অভিযোগে অভিযুক্ত হওয়ার পর সরাসরি সাসপেন্ড করা হয়েছে। জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সভাপতি...

কালীপুজো – দীপাবলিতে দুই ঘণ্টা সবুজ আতসবাজির অনুমতি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

আসন্ন কালীপুজো ও দীপাবলিতে সবুজ আতসবাজি পোড়ানোর সময়সীমা নির্ধারণ করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পর্ষদের নির্দেশ অনুযায়ী, আগামী...

ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে উত্তর থেকে বার্তা মুখ্যমন্ত্রীর 

পরিকল্পনামাফিক বহিরাগতদের দিয়ে ভবানীপুর অঞ্চলকে ভরিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ করে কিছু লোক বাইরে থেকে এসে জমি কিনে বাড়ি-ফ্ল্যাট...