বিজেপির মদতে হতাশা না ছড়িয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ান: পাহাড়ের ব্যবসায়ীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আপনাদেরও দায়িত্ব আছে। বিজেপির মদতে হতাশা না ছড়িয়ে বিপর্যস্ত এলাকা মেরামতিতে এগিয়ে আসুন। মানুষকে নিজেদের থেকে সাহায্য করুন। প্রশাসন যথাসাধ্য করছে। কিন্তু বিজেপির টাকায় কুৎসা না ছড়িয়ে, উন্নয়নের কাজ করুন। বুধবার পাহাড়ের ব্যবসায়ীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য এলাকার বাসিন্দাদের হাতে ১ লক্ষ টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে দেন বিশেষ হোমগার্ডের চাকরির নিয়োগপত্র।

এদিন প্রথমে ক্ষতিগ্রস্ত মিরিক (Mirik) পরিদর্শন সেরে সুখিয়াপোখরিতে (Sukhiapokhri) যান মুখ্যমন্ত্রী। সেখানে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য দুর্গতদের ১ লক্ষ টাকা করে দেন। একই সঙ্গে স্বজনহারা পরিবারের একজন সদস্যকে বিশেষ হোমগার্ডের চাকরির নিয়োগ পত্র দেন।

এর পরেই বিজেপিকে নিশানা করেন মমতা। তাঁর অভিযোগ, বিজেপির কথায় কোনও ব্যবসায়ী কুৎসা ছড়াচ্ছেন। বিজেপির (BJP) মদতে একদিন ঘুরে ফোটোশপে ছবি করে সবাই পালিয়ে গিয়েছে- তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। সেই সব ছেড়ে ব্যবসায়ীদের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, ব্যবসা করুন ভালো করে। কিন্তু ব্যবসার একটা দায়ও রয়ে যায়। মানুষকে হতাশ না করে সাহায্য করুন। দুর্গত মানুষের পাশে দাঁড়ান।

প্রবল বৃষ্টি-ধস ও ভুটানের ছাড়া জলে লক্ষ্মীপুজোর আগে লন্ডভন্ড হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তড়িঘড়ি ময়দানে নেমেছে রাজ্য। লক্ষ্মীপুজোর দিনই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রশাসনের চেষ্টায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। তবে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত। এখনও বিভিন্ন ত্রাণ শিবিরে রয়েছেন স্থানীয়রা। দুর্গতদের সঙ্গে দেখা করতে ফের গত রবিবার ফের উত্তরবঙ্গ গিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে মিরিকে যান তিনি। দুর্গতদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। মিরিক থেকে এদিন সুখিয়াপোখরি যান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি হাতে সাহায্য তুলে দেন।

spot_img

Related articles

দলীয় কর্মীর হাতে প্রিয়নেতার ট্যাটু: আপ্লুত অভিষেক বাকরুদ্ধ

ট্যাটু (Tattoo)। বাংলা নাম উল্কি। দীর্ঘদিন ধরেই এই প্রক্রিয়ায় মানুষ তার দেহে এঁকে রাখতে চায় কখনও নিজের নাম,...

টাকা তোলার অভিযোগ! বীরভূমে দুই এএসআইকে সাসপেন্ড করল পুলিশ 

বীরভূম জেলার মহম্মদবাজার থানার দুই পুলিশকর্মীকে অভিযোগে অভিযুক্ত হওয়ার পর সরাসরি সাসপেন্ড করা হয়েছে। জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সভাপতি...

কালীপুজো – দীপাবলিতে দুই ঘণ্টা সবুজ আতসবাজির অনুমতি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

আসন্ন কালীপুজো ও দীপাবলিতে সবুজ আতসবাজি পোড়ানোর সময়সীমা নির্ধারণ করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পর্ষদের নির্দেশ অনুযায়ী, আগামী...

ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে উত্তর থেকে বার্তা মুখ্যমন্ত্রীর 

পরিকল্পনামাফিক বহিরাগতদের দিয়ে ভবানীপুর অঞ্চলকে ভরিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ করে কিছু লোক বাইরে থেকে এসে জমি কিনে বাড়ি-ফ্ল্যাট...