বুধবার আইফএ শিল্ডের(IFA Shield) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মোহনবাগান(Mohun Bagan)। কিশোর ভারতীতে প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। শিল্ডের দ্বিতীয় ম্যাচে ড্র করতে পারলেই ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে যাবেন জেসন কামিংসরা। তবে জয় পেয়েই শিল্ড ফাইনাল নিশ্চিত করতে চায় হোসে মোলিনার দল।শিল্ড ফাইনালে থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের পারফরম্যান্স।

ম্যাচের আগের দিনে সেটপিসের পাশাপাশি, বেশ কিছুক্ষণ মনবীরদের শুটিং প্র্যাকটিস করান মোলিনা।শুভাশিসের পরিবর্তে অভিষেক টেকচাম সিং ও আপুইয়ার জায়গায় অভিষেক সূর্যবংশীকে খেলানোর পরিকল্পনা রয়েছে তাঁর। প্রথম ম্যাচে গোকুলামকে হারিয়ে আত্মবিশ্বাসী সবুজ মেরুন ব্রিগেড। ম্যাকলারেন, রবিনহোরাও ছন্দে ফিরেছেন।

আইএফএ সচিব আগেই অবশ্য জানিয়েছিলেন, যদি ফাইনালে দু’প্রধান ওঠে তাহলে ফাইনাল যুবভারতীতে হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলি দুপুর ২.৩০ থেকে শুরু হচ্ছে। শিল্ড ফাইনাল আকর্ষণীয় করতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।ফাইনাল খেলা শুরু হবে ছয়টায়।

আরও পড়ুন:নামধারীর বিরুদ্ধে সহজ জয়, ফাইনালের আগে পরীক্ষা সেরে নিলেন অস্কার

আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচের আগে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে বিশিষ্ট নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের(Dona Ganguly) তত্বাবধানে নারায়ানা স্কুলের ছাত্রীরা নৃত্য শৈলী পরিবেশন করবেন।

–

–

–

–
