Saturday, December 20, 2025

হরিয়ানায় আত্মঘাতী আরও এক পুলিশকর্মী: দায়ী করলেন আত্মঘাতী IPS-কেই!

Date:

Share post:

পুলিশের হাত ধরে দুর্নীতির নতুন নতুন মোড়ক খুলছে হরিয়ানায়। জাতিগত অসম্মানের কারণ তুলে ধরে আইপিএস (IPS) আধিকারিকের আত্মঘাতী (suicide) হওয়ার ঘটনার এক সপ্তাহের মধ্যে আরও এক আত্মহত্যা নতুন মোড় ঘুরিয়ে দিল আইপিএস পূরণ কুমারের (Y Puran Kumar) আত্মহত্যার ঘটনায়। আত্মঘাতী আইপিএস-কেই কাঠগড়ায় তুলে আত্মঘাতী আরও এক পুলিশ কর্মী। তিনি আত্মঘাতী হওয়ার আগে যে ভিডিও পোস্ট করলেন তাতে দায়ী করলেন আইপিএস পূরণ কুমারকেই।

রোহতকের (Rohtak) একটি মাঠ নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী সন্দীপ কুমার নামে এক পুলিশ কর্মী। তিনি রোহতকের সাব ইন্সপেক্টর ছিলেন। সাইবার সেলে (cyber cell) কর্মরত ছিলেন সন্দীপ। আত্মহত্যা করার আগে তিনি একটি ভিডিও বার্তা দিয়ে গিয়েছেন। সেখানে প্রয়াত ওয়াই পূরণ কুমারকে ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত আধিকারিক বলে দাবি করেছেন তিনি।

হরিয়ানার পুলিশের (Haryana police) ডিজিকে জাতপাত নিয়ে অভিযুক্ত করে আত্মঘাতী হন আইপিএস পূরণ কুমার। এরপর বিভিন্ন রাজনৈতিক চাপানোতর শুরু হয়। ডিজিপি শত্রুজিৎ কপুরকে (Shatrujeet Kapur, DGP) অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। মঙ্গলবারই তার জায়গায় নতুন ডিজির পদে আসেন ওম প্রকাশ সিং।

এরপরই ঘটনায় নতুন মোড় মঙ্গলবার। আত্মঘাতী হওয়া পুলিশ কর্মী সন্দীপ কুমার ভিডিও বার্তায় (video message) দাবি করেন, মদ বিক্রি সংক্রান্ত দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন আইপিএস পূরণ কুমার। তাঁর পোষা গুণ্ডাকে এক মদ ব্যবসায়ীর (liquor contractor) থেকে ২.৫ লক্ষ টাকা ঘুষ (bribe) নিতে দেখে ফেলেন সন্দীপ। এরপর থেকেই সন্দীপকে হুমকি দেওয়া শুরু করে ওই দুষ্কৃতী। এই ঘটনার পরেই জাতপাতের অভিযোগ তুলে আত্মঘাতী হন পূরণ। নিজের দুর্নীতি ও ঘুষের সত্য প্রকাশ্যে চলে আসতে পারে সন্দেহ করেই তিনি আত্মঘাতী হয়েছেন, দাবি সন্দীপের। সেই ঘটনাকে আড়াল করার জন্য জাতপাতের অভিযোগ সামনে আনেন তিনি।

আরও পড়ুন: বিজেপি ও সহযোগী রাজ্যে বেকারত্বের নজির: ১ লক্ষের বেশি স্কুলে মাত্র ১ শিক্ষক

তবে সন্দীপ কুমারের আত্মঘাতী হওয়ার ঘটনায় বিজেপি শাসিত হরিয়ানার পুলিশের দুর্নীতি একেবারে প্রকাশ্যে। ঠিক যেন ছোট কাপড় দিয়ে শরীর ঢাকার চেষ্টায় নওয়াব সাইনির (Nayab Sing Saini) প্রশাসন। একদিক ঢাকতে গেলে বেরিয়ে পড়ে আরেকদিক। সন্দীপ নিজের ভিডিও বার্তায় আবার দাবি করেন, তিনি সত্য়ের পথে ছিলেন। এটাই তাঁর অহংকার। সত্য প্রকাশ্যে আনার জন্য তিনি প্রাণ দিলেন।

spot_img

Related articles

শনির সকালে শীতের হালকা শিরশিরানি, কুয়াশার দাপট জেলায় জেলায় 

বড়দিনের আগে নিজের চরিত্র বদল করেছে শীত। যাকে ঠান্ডা পড়ার আশা জাগিয়েও বছরের শেষ মাসের মাঝামাঝির সময় উর্ধ্বমুখী...

বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় মোদি, ‘ড্যামেজ কন্ট্রোলে’ দুপুরে সভা তাহেরপুরে!

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) কথা মাথায় রেখে বঙ্গে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের ডেলি প্যাসেঞ্জারি শুরু। বিজেপি নেতা...

রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, ব্যাহত উত্তর-পূর্বের ট্রেন চলাচল

ট্রেনের ধাক্কায় আট হাতির মর্মান্তিক মৃত্যু (Elephant deaths in train accident))! ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে অসমের হোজাই জেলায়।...

তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত ৩, ঘটনাস্থলে রেলের আধিকারিকরা 

শনির সকালে ট্রেন দুর্ঘটনার খবর নদিয়ার তাহেরপুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু...