এবার মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর (Malabar’s Gold & Diamond) নতুন ব্রাঞ্চ দুর্গাপুর জংশনের কাছেই সিটি সেন্টারে। শনিবার এই নতুন শোরুমটির উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর পশ্চিমবঙ্গ ব্র্যান্ড অ্যাম্বাসেডর রুক্মিণী মৈত্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাবার গ্রুপের উচ্চপদস্থ কর্তৃপক্ষ ও ব্যবস্থাপনা দলের সদস্যরাও। এর ফলে পূর্ব ভারতে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর আউটলেট বেড়ে দাঁড়ালো ১৪-তে।
শোরুমটিতে রয়েছে চোখ ধাঁধানো বিশাল ও বৈচিত্র্যময় গয়নার সম্ভার — সোনা, হীরা, প্ল্যাটিনাম, রত্নপাথর ও রূপোর মনোমুগ্ধকর কালেকশন, যা সব ধরনের ক্রেতার মন জয় করে নেবে। আরও পড়ুন: পাক-আফগান সীমান্ত সংঘাত: নিহত ১২ আফগান নাগরিক, পাল্টা হত ৮ পাক সেনা

–

–

–

–

–

–

–



