কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে, প্রত্যাবর্তনের রঞ্জি ম্যাচে(Ranji Trophy) সেটাই করে দেখালেন মহম্মদ শামি। শেষবেলায় জ্বলে উঠলেন জাতীয় দলের পেসার। শামি-সূরজদের দাপটে ইডেনে প্রথম দিনেই অল আউট উত্তরাখণ্ড।

উত্তরাখণ্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। ইডেনের সবুজ পিচে চার ফ্রন্ট লাইন পেসারে নামে বাংলা। মহম্মদ শামি, আকাশ দীপের পাশাপাশি দলে ছিলেন ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সওয়ালরা।রঞ্জি ট্রফিতে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে উত্তরাখণ্ড শেষ ২১৩ রানে। ৪ উইকেট সুরজ সিন্ধু জয়সওয়ালের। তিনটি করে উইকেট নিলেন ঈশান পোড়েল এবং মহম্মদ শামি।

৪৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় উত্তরাখণ্ডের দল। উত্তরাখণ্ডের কোনও ব্যাটারই উইকেটে সে ভাবে থিতু হতে পারছিলেন না। ব্যতিক্রম ভুপেন লালওয়ানি। তিনি একমাত্র ৭১ রান করেন।

আরও পড়ুন :বিপর্যয় মোকাবিলা তহবিলে বইয়ের রয়্যালটি থেকে ৫ লাখ টাকা দান মুখ্যমন্ত্রীর, মন্ত্রীরা দিলেন ১ লাখ করে

প্রথম দুই সেশনে কোনও উইকেট পাননি শামি। ৭৩তম ওভারে বল করতে এসে তিন উইকেট তুলে নেন সামি। অল্পের জন্য হ্যাটট্রিক মিস করেন তারকা পেসার। এই ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম বলে তিনটি উইকেট নেন শামি।


