দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে (Durgapur Rape Case) মূল ঘটনাস্থল আগেই ঘিরেছিল পুলিশ। এবার তার পাশেই নতুন করে ঘিরে ফেলা হল আরও ৫০ মিটার জঙ্গল। এর পর থেকেই প্রশ্ন উঠছে তদন্তে কি নতুন কোনও কিছুর সন্ধান পেল ফরেন্সিক দল?

নির্যাতিতার ‘বিশেষ বন্ধু’কে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেছিল পুলিশ। কিন্তু তাঁর কথায় নানান রকম অসঙ্গতির ফলে তাঁকে আটক করেছে পুলিশ। বারবার মিলিয়ে দেখা হছহে নির্যাতিতা ও আগেই ধৃত পাঁচ অভিযুক্তের বয়ানের সঙ্গে। ঘটনার পুনর্নির্মাণের পরেই মূল ঘটনাস্থলকে আরও ৫০ মিটার বাড়ানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। তবে কি কারণে বাড়ানো হয়েছে তা এখনও জানাননি তদন্তকারীরা। তবে তদন্ত অন্য দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরও পড়ুন: “আমরা কি মানুষ নই?” মধ্যপ্রদেশে আত্মহত্যার চেষ্টা ২৫ রূপান্তরকামীর!

–

–

–

–

–

–

–
