ব্রাত্য বসুর পরিচালনায় নতুন ছবি ‘শেকড়’। ছবির (Bengali Film) গল্প, পটভূমি সব ছাড়িয়ে চর্চায় ছবির অভিনেতারা। কারণ? ছবিতে পরিচালক যেমন রাজনৈতিক নেতা তথা রাজ্যের মন্ত্রী, তেমনই প্রধান চরিত্রে রয়েছেন বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami) ও তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের অভিনীত চরিত্রের লুক ও নাম শুক্রবারই স্যোশাল মিডিয়ায় প্রকাশ করেন কুণাল। শনিবার সামনে এলো বিধায়ক নারায়ণের লুক। নিজের অভিনীত চরিত্র সম্পর্কে কিছু না জানালেও, লুক বলে দিচ্ছে নেতার অনুগামীর বা এলাকার দাদা-র চরিত্রে রয়েছেন তিনি।

গত কয়েকদিন ধরেই বীরভূমের (Birbhum) বিভিন্ন জায়গায় চলছে ব্রাত্য বসুর (Bratya Basu) পরিচালিত ছবি ‘শেকড়’-এর শুটিং। প্রযোজনায় ফ্রেন্ডস কমিউনিকেশন ও উল্কি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পে মিশ্রণে বর্তমান সময়ের প্রেক্ষিতে রচিত হয়েছে শেকড়-এর প্লট। কুণাল, নারায়ণ ছাড়াও ছবির অন্যতম আকর্ষণ বাংলাদেশের (Bangladesh) বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী। রয়েছেন সীমা বিশ্বাস, ঋদ্ধি সেন, লোকনাথ দে, অঙ্গনা রায়। অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে দেবাদৃতাকেও।

বীরভূমের প্রেক্ষিতে কুণাল ঘোষের লুক এখন নেট মাধ্যমে চর্চায়। ছবিতে তাঁর নাম গোপাল ঘোষ। অল ইন্ডিয়া পিপলস পার্টির এই নেতাকে অনুগামীরা ডাকে ‘মেজদা‘ বলে। ফার্স্ট লুকেই তিনি বুঝিয়ে দিয়েছেন তাঁর দাপট। কারণ, ‘মেজদা‘র অনুমতি ছাড়া সাজিরহাটে গাছের একটা পাতাও নড়ে না!

‘মেজদা’ ওরফে ‘গোপাল ঘোষ’ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে কুণাল ঘোষকে। এই সিনেমায় (Bengali Film) দেখা যাবে আর এক বিধায়ক নারায়ণ গোস্বামীকে। দীর্ঘদিন ধরে মঞ্চে অভিনয় করছেন তিনি। যাত্রাও করেছেন। তবে এই প্রথম ফিল্মে অভিনয়। জানালেন, মঞ্চ কাঁপানোর অভিজ্ঞতা থাকলেও, প্রথমবার লাইট-ক্যামেরা-সাউন্ড-অ্যাকশন শুনে একটু নার্ভাস ছিলেন। তবে, প্রতিটি শটের শেষেই উৎসাহ দিয়েছেন মন্ত্রী-নাট্যকার-অভিনেতা-পরিচালক ব্রাত্য। তবে, ছবি দর্শকদের ভালো লাগবে বলে জানান নারায়ণ। সব মিলিয়ে রিল আর রিয়েলের নেতাদের দাপটে সরগরম বীরভূম।

–

–

–

–

–

–