Saturday, December 13, 2025

এগিয়ে থেকেও অধরা ট্রফি, শিল্ড ঘরে তুলল মোহনবাগান

Date:

Share post:

আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ইস্টবেঙ্গল কে টাইবেকারে ৫-৪ গোলে হারাল সবুজ মেরুন। ম্যাচের প্রথম একাদশে মোহনবাগান যেমন রাখেনি রবসন রবিনহোকে তেমনই ইস্টবেঙ্গল অস্কারের তালিকাতে ছিলেন না হিরোশি। ফলে দুই কোচই পুরনো ছকেই খেলতে শুরু করে।

মোহনবাগানের আক্রমন ভাগে ছিলেন জেসন কামিংস এবং ম্যাকলারেন। আক্রমণ- র ছকে দলকে খেলাতে শুরু করেন মোলিনা ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিল মোহনবাগান । কামিংস-র পাস থেকে সহজ সুযোগ নষ্ট করলেন ম্যাকলারেন। গোলরক্ষকের একা পেয়েও গোল করতে পারলেন না।

দু মিনিটের মধ্যেই সুযোগ তৈরি করে ইস্ট বেঙ্গলও কিন্তু গোল পায়নি ।ম্যাচের ১৯ মিনিটে মহেশের দুর্বল শট সহজভাবেই রক্ষা করেন বিশাল কাইথ।

তবে প্রথমার্ধের ঝড় উঠল ৩০ মিনিটের পর থেকে ।৩১ মিনিটে বক্সের মধ্যে আনোয়ার ম্যাকলারেনকে ট্যাকেল করায় মোহনবাগানের দল পেনাল্টি পায়। কিন্তু গোলের সহজ সুযোগ নষ্ট করলেন কামিংস। পেনাল্টি মিস করলেন অজি তারকা। এর কয়েক মিনিটের মধ্যেই ঝড় তুললেন ইস্টবেঙ্গল। ৩৫ মিনিটের মহেশের পাস থেকে গোল করলেন হামিদ । এরপর একাই সহজ সুযোগ নষ্ট করলেন হামিদ।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই খেলার সমতা ফেরাল মোহনবাগান ।আইপুইয়ার দূরপাল্লা শট গোল লাইন ক্রস করে গেল। প্রথমার্ধ শেষ হলো ১-১ গোলে। দ্বিতীয়ারদের শুরুতেই দুই কোচই পরিবর্তন করলেন। মোলিনা কামিংসকে তুলে নিয়ে নামালেন রবসনকে। অন্যদিকে, হামিদের পরিবর্তে লাল হলুদ কোচ নামালেন হিরোসিকে।
রশিদের দূরপাল্লার শর্ট একটুর জন্য বারের পাস দিয়ে বেরিয়ে গেল। একেবারে শেষ মিনিটে রবসনের হেড একটুর জন্য লক্ষ্য ভ্রষ্ট হল। নির্ধারিত ৯০ মিনিটে খেলা শেষ হলো এক এক গোলে এ ফলে খেলা গাড়লের অতিরিক্ত সময় কিন্তু অতিরিক্ত সময় প্রথমার্ধ কোন দলই গোল করতে পারল না মোহনবাগান কোচ নামালেন দিমিত্রি ও মনবীরকে। এই পর্বে মোহনবাগান বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হলেন। ১২০ মিনিট শেষে খেলা শেষ হল ১-১ গোলে। খেলা গড়াল টাইবেকারে,দেবজিতকে নামালেন লাল হলুদকে । টাইবেকারে লাল হলুদের হয়ে গোল করলেন মিগুয়েল, কেভিন, মহেশ। এরপর মিস করলেন জয় গুপ্ত।শেষ গোল করলেন হিরোসি, মোহনবাগানের হয়ে গোল করলেন রবসন, মনবীর,লিস্টন, দিমিত্রি ও মেহতাব সিং। ৫-৪ গোলে জয় পেল মোহনবাগান।

আরও পড়ুন – বিবাহিত হলেই শ্বশুরবাড়ির সম্পত্তিতে অধিকার স্ত্রীর: দিল্লি হাই কোর্ট

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আজ দুপুর থেকে টানা ৪দিন বন্ধ তারাতলা ফ্লাইওভার, বিকল্প জানাল পুলিশ

রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার দুপুর সাড়ে তিনটে থেকে আগামী ৪ দিনের জন্য বন্ধ হতে চলেছে তারাতলা ফ্লাইওভার (Taratala...

মেসি ম্যানিয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা: দুঃখপ্রকাশ করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

নজিরবিহীন বিশৃঙ্খলনা যুবভারতী ক্রীড়াঙ্গনে। আয়োজকদের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানে নিজে যোগ দিতে পারলেন না মুখ্যমন্ত্রী...

মেসি জ্বরে কাবু কলকাতায় ফুটবলের ঈশ্বর দর্শন আব্রামের, আর্জেন্টিয়ান তারকার সঙ্গে হাসিমুখে SRK

এক ফ্রেমে দুই তারকা। একজনের পায়ের প্যাঁচে বিপক্ষ নাস্তানাবুদ, অন্যজনের প্রেমের প্যাশনে ঘায়েল সব বয়সীরা। কিন্তু কলকাতা যখন...

উড়ে এলো বোতল – পালালেন সৌরভ, মাঠেই ঢুকলেন না শাহরুখ! শতদ্রু দত্তর নামে ক্ষোভ

ভোর রাত থেকে বিমানবন্দর থেকে যুবভারতী পর্যন্ত অপেক্ষা মেসি ভক্তদের। রাস্তার ধারে অগণিত ফুটবল প্রেমীরা ভিড় করেছিলেন এক...