দুই বছর পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) অনুষ্ঠিত হতে চলেছে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘প্লাজমা’। উৎসব আয়োজনের দায়িত্বে থাকা ছাত্রছাত্রী, ইন্টার্ন, পিজিটি এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমেই সম্ভব হয়েছে এবারের আয়োজন।

কমিটির প্রধান পৃষ্ঠপোষক ডঃ সঞ্জয় কুমার মালিক, সভাপতি প্রফেসর ডঃ মৈত্রেয়ী কর। এছাড়াও এই কমিটির সদস্য হিসেবে আছেন প্রফেসর ডঃ দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রফেসর ডক্টর কৃষ্ণচন্দ্র সরকার ও অন্যান্যরা।

তবে অনুষ্ঠান শুরুর আগেই বিতর্ক। আয়োজকদের অভিযোগ, কিছু রাজনৈতিক ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অপব্যবহার করে অনুষ্ঠানকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্লাজমা কমিটির পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী সবসময় ছাত্রদের সাংস্কৃতিক অনুষ্ঠানকে উৎসাহ দিয়ে এসেছেন, তাই তাঁর নামে এই প্রচার অনৈতিক। কমিটির আরও বক্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রী এমন শিক্ষামূলক উৎসবকে উৎসাহ দেন। তাই সব রাজনৈতিক বিভেদ ভুলে সকলে মিলেই উৎসবকে সফল করে তুলতে আহ্বান জানিয়েছেন আয়োজকরা। আরও পড়ুন: সন্তান পরীক্ষার্থী হলে দায়িত্ব নয় ডিআই-এসআইদের, স্বচ্ছতা বজায়ে কড়া সিদ্ধান্ত পর্ষদের

–

–

–

–

–

–
