দীপাবলির আলো মুছে যাওয়ার আগেই বাঙালির (Bengali rituals) ঘরে আসে আরেক উৎসব—ভাইফোঁটা। ভাই-বোনের পবিত্র সম্পর্ককে উদ্যাপন করার এই দিনটি ২০২৫ সালে পালন করা হবে ২৩ অক্টোবর, বৃহস্পতিবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হবে ২২ অক্টোবর রাত ৮টা ১৬ মিনিটে, যা চলবে ২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিট পর্যন্ত। শুভ মুহূর্ত বিবেচনায় ভাইফোঁটা উদ্যাপনের জন্য ২৩ তারিখকেই সঠিক বলে মনে করছেন পুরোহিতরা।

ভাইফোঁটায় বোনেরা ভাইয়ের কপালে চন্দন, ঘি, দই, দূর্বা ও চালের আটার সাহায্যে ‘ফোঁটা’ দেন। সঙ্গে উচ্চারিত হয় মঙ্গলকামনায় মন্ত্র। ভাত-কুমড়ো, সন্দেশ, নারকেল নাড়ুর মতো রকমারি খাবার থাকে ভাইয়ের পাত সাজিয়ে। এই দিন বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন, আবার ভাইরা উপহার দেন উপহার। পুরাণ মতে, ভাইফোঁটার উৎপত্তি হয়েছে কৃষ্ণ ও সুভদ্রার কাহিনি থেকে। কৃষ্ণ যখন কংস বধ করে ফিরেছিলেন, তখন সুভদ্রা তাঁকে ফোঁটা দিয়ে অভ্যর্থনা জানান। সেই থেকেই ভাইফোঁটার সূচনা।

–

–

–

–

–

–

–
