অসমে বিস্ফোরণে উড়ে গেল রেললাইনের অংশ, নাশকতার আশঙ্কা

Date:

Share post:

অসমে (Assam) ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল রেললাইনের অংশ। বুধবার রাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কোকরাঝাড় ও সালাকাঠি স্টেশনের মধ্যে রেললাইনে বিস্ফোরণ ঘিরে হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আপ লাইনের একটা অংশ উড়ে যায়। রাত ১টা নাগাদ এই ঘটনা ঘটার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন (Rail line)। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, IED বিস্ফোরণ হয়েছে। নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও বৃহস্পতিবার সকাল ৫.২৫ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্রের খবর বিস্ফোরণের পরেই RPF, GRPF ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রেলের তরফে ঘটনার বিশদে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও এই বিস্ফোরণ নিয়ে কোনও বক্তব্য করা হয়নি। বিস্ফোরণের জেরে দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্বের একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়। আশেপাশের স্টেশনগুলিতে বেশ কয়েকটি ট্রেন থামানো হয় যার ফলে যাত্রীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়। বিস্ফোরণের পরেই রেল বিভাগ, নিরাপত্তা বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখে তদন্ত শুরু করে। এই হামলার পেছনে কে কারা ছিল সেই নিয়ে কর্মকর্তারা এখনও নিশ্চিত হতে পারেননি, তবে এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (NFR) এক আধিকারিক নিশ্চিত করেছেন যে ট্র্যাকের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। ট্রেন চলাচল শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ রেলওয়ে স্টেশনগুলিতে টহল জোরদার করা হয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী বাসিন্দারা জানিয়েছেন যে তারা মধ্যরাতের একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। আওয়াজে আশেপাশের বাড়িগুলি রীতিমত কেঁপে ওঠে। প্রথমে ট্রান্সফরমার বিস্ফোরণ মনে হলেও পরে জানতে পারেন এটি রেললাইনে (Rail line) বিস্ফোরণ।

spot_img

Related articles

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

দীপাবলিতে বাজির নামে বিস্ফোরক! বিজেপি রাজ্য মধ্যপ্রদেশে ‘কার্বাইড গান’-এ চোখ হারাচ্ছে শিশুরা

দীপাবলির আলো এবার অন্ধকারে ঢেকে গেল বহু পরিবারের জীবনে। বাজির নামে মধ্যপ্রদেশে রমরমিয়ে বিক্রি হচ্ছে এক বিপজ্জনক বিস্ফোরক—...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...