প্রতিমা বিসর্জনে গিয়ে আর ঘরে ফেরেনি যুবক। দেহ (dead body) উদ্ধার হল ভাইফোঁটার সকালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরের বাসিন্দা, লালু চৌহান। কাছেই রয়েছে কালী মন্দির। বুধবার রাতে কয়েকজনের সঙ্গে প্রতিমা বিসর্জন দিতে হুগলি নদীতে যান লালু চৌহান (৪১)। সেখানেই কোনভাবে ডুবে যান তিনি। লালুর সঙ্গী সঞ্জীব মাহাতো জানিয়েছেন, মহেশতলার অরুণ মিস্ত্রি নদী ঘাটে বিসর্জনের সময় মূর্তির নিচে চাপা পড়েন লালু। সারারাত খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান মেলেনি। আরও পড়ুন: মত্ত হয়ে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব, ২২টি সেলাই স্বাস্থ্যকর্মীর মাথায়

বৃহস্পতিবার সকালে নদীর জেটিঘাটের কাছে ভাসতে দেখা যায় লালুর নিথর দেহ। তৎক্ষণা ৎ মহেশতলা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ভাইফোঁটার দিন এই ঘটনাতে শোকস্তব্ধ গোটা এলাকা।

–

–

–

–

–

–

–