স্কুলের বাইরে বন্দুক দেখিয়ে সহপাঠীকে অপহরণের অভিযোগ একাদশ শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে!

Date:

Share post:

চূড়ান্ত অরাজকতার উদাহরণ রাজধানীতে! দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় এক বেসরকারি স্কুলের বাইরে বন্দুক দেখিয়ে সহপাঠীকে অপহরণের অভিযোগ উঠল একাদশ শ্রেণির পড়ুয়াদের বিরুদ্ধে। সময়মত খবর পাওয়ায় অপহৃত পড়ুয়াকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ (Delhi police)। ঘটনায় চার নাবালককে আটক করা হয়েছে। পুলিশের তরফে খবর, স্কুলে পড়ুয়াদের দুই দলের মধ্যে ঝামেলার হওয়ার পরেই এই অপহরণের পরিকল্পনা করা হয়। প্রতিশোধ নিতেই সহপাঠীকে অপহরণের চিন্তাভাবনা করে অভিযুক্তরা। অপহৃত পড়ুয়া সিআর পার্কের (chittaranjan park) বাসিন্দা। পুলিশকে তিনি জানান,  স্কুলে তাঁর ও তাঁর এক বন্ধুর সঙ্গে কয়েকজন সহপাঠীর ঝগড়া হয়। এরপরে এক সহপাঠীর বড় ভাই সেই পড়ুয়াকে খুনের হুমকি দেয়। দুপুর ২টো নাগাদ ক্লাস শেষ হওয়ার পর, স্কুলের গেটের কাছে তিনটি এসইউভি দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন অপহৃত পড়ুয়া। একটিতে নম্বর প্লেট ছিল এবং দুটিতে নম্বর প্লেট ছিল না।

ভয় পেয়ে সেই পড়ুয়া নিজের বাবাকে সব জানায়। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়ার আগেই স্কুলের বাইরে থেকে বন্দুক দেখিয়ে তাকে অপহরণ করা হয়। খবর পেয়ে সিআর পার্ক থানার সঙ্গে যোগাযোগ করা হয় পরিবারের তরফে। পরিবারের অভিযোগের ভিত্তিতে, সিআর পার্ক থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) এবং তার দল দ্রুত এসইউভিটির গতিবিধি সনাক্ত করে। পুলিশ গ্রেটার কৈলাসের কাছে একটি গাড়ি আটক করে এবং অপহৃত কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এরপরেই তিনি পুলিশকে জানান অভিযুক্তরা তাঁকে বলেছিল যে তারা তাঁকে নয়ডায় নিয়ে যাচ্ছে এবং মেরে ফেলা হবে যাতে মৃতদেহও না পাওয়া যায়। চার নাবালককে আটক করা হয়েছে এবং তাদের থেকে একটি পিস্তল এবং ২০টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। অন্য দুটি গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তবে সেগুলোর খোঁজে তল্লাশি চলছে। ধৃত নাবালকদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয় এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুই দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করা হয়েছে। অভিযুক্ত নাবালক কীভাবে অস্ত্রটি পেয়েছিল এবং ছাত্রের অপহরণের ষড়যন্ত্রে কোনও প্রাপ্তবয়স্ক জড়িত ছিল কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের নিরাপত্তা থেকে শুরু করে নাবালিকদের হাতে কীভাবে অস্ত্র আসছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।

 

spot_img

Related articles

জ্ঞানেশের মেয়ে-জামাইয়ের পোস্টিং নিয়ে প্রশ্ন অভিষেকের

রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

নির্ধারিত সময়ে আছড়ে পড়ল মন্থা! বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, প্রভাব পড়ল দক্ষিণবঙ্গেও

পূর্বাভাস মিলিয়ে দিয়ে মঙ্গলবার সন্ধ্যায়ই স্থলভাগে প্রবেশ করল ঘূর্ণিঝড় মন্থা। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে মছলিপতনম ও কলিঙ্গপতনমের মাঝখানে আছড়ে...

সারান্ডার জঙ্গলে IED বিস্ফোরণে মৃত নাবালিকা

ছত্তিসগড়, ঝাড়খণ্ড-সহ অন্য রাজ্যে বেশ কিছু ক্ষেত্রে আত্মসমর্পণ করছে মাওবাদী সদস্যরা। কিন্তু তার মাঝেই নিজেদের অস্তিত্ব রক্ষায় পুলিশ...

বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার প্লেনের পাশেই বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

মঙ্গলবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ৩-এর কাছে একটি বাসে হঠাৎ আগুন লেগে যায়। নিমেষের মধ্যেই...