হার্দিক পাণ্ডিয়ার(Cricketer Hardik Pandya) জীবনে আবারও বসন্তের ছোঁয়া। নাতাশার সঙ্গে আগেই বিবাহ বিচ্ছেদ আগেই হয়েছে। কিন্তু হার্দিকের জীবনে নয়া প্রেমিকাকে নিয়ে জল্পনা তুঙ্গে। হার্দিক ও মাহিকা (Hardik Pandya and Mahieka Sharma )এক ফ্রেমে আসাটা সেই জল্পনার মাত্রাকে কয়েকগুণ উস্কে দিয়েছে।

হার্দিকের জন্মদিনেই সমুদ্রসৈকতে মাহিকা রোমান্টিক ছবি পোস্ট করেন। এর আগে দীপাবলিতেও ভাইরাল হয় হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে মাহিকার ছবি। মাহিকার সঙ্গে মিল রেখে লাল পোশাকে দুজনকে একসঙ্গে দেখা যায়।এতেই নেটিজেনদের মধ্যে চর্চা বৃদ্ধি পেয়েছে।

এখানেই শেষ নয়, পাণ্ডিয়ার জীবন বেশ বিলাস বহুল। হার্দিক আমিরি ট্রপিক্যাল স্টার শার্ট পরে আছেন। যার দাম প্রায় ৮৬,৮০৮ টাকা। পাদুকায় লুই ভিটন ওয়াটারফ্রন্ট মুলের জুতোটির দাম প্রায় ৬৭,০০০ টাকা ঘড়ির প্রতি বরাবরই প্যাশানেট পাণ্ডিয়া।খেলার সময় সেটা দেখা যায়। প্যাটেক ফিলিপ নটিলাস প্ল্যাটিনাম ‘এমেরাল্ড’ ঘড়িটির দাম ১২.৩ কোটি!

খ্যাতনামী এই মডেলের সঙ্গে হার্দিক নাকি মলদ্বীপে গিয়েছিলেন বলেই জল্পনা। ১১ অক্টোবর ছিল হার্দিকের জন্মদিন। বিশেষ দিন উদ্যাপন করতেই যুগলে ছুটে গিয়েছেন সমুদ্রসৈকতে। হার্দিকের ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন মাহিকা। এখানেই শেষ নয় এর পরই মাহিকা একটি বাথটবের ছবি দেন, যেখানে ছড়ানো রয়েছে গোলাপ ফুলের পাপড়ি।

–

–

–

–



