ছটপুজোর মরসুমে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিহারগামী ট্রেনের সংখ্যা বাড়িয়েছে পূর্ব রেল। যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাঁদের গ্রামের বাড়িতে পৌঁছতে পারেন, সেই লক্ষ্যেই চালু করা হয়েছে অতিরিক্ত দূরপাল্লার ট্রেন। হাওড়া স্টেশনে তৈরি হয়েছে দুটি বিশেষ ক্যাম্প—যেখানে বসার ও টিকিট কাটার সুবিধা রাখা হয়েছে। তবে এই পদক্ষেপকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিহার বিধানসভা ভোটের আগে এটি কেন্দ্রীয় সরকারের এক “রাজনৈতিক কৌশল”। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এক সামাজিক মাধ্যমে লেখেন, “ছটপুজো উপলক্ষে বাংলা থেকে বিহারে যাওয়ার ভিড় বিজেপি নেতাদের চোখ খুলে দেওয়ার মতো। বিহারে যদি কাজ থাকত, তবে মানুষ বারবার বাংলায় আসতেন কেন? ২৫ বছরের শাসনেও বিজেপি বিহারে কর্মসংস্থান দিতে ব্যর্থ।”

রেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে ছট উপলক্ষে পূর্ব রেল ২০টি অতিরিক্ত দূরপাল্লার ট্রেন চালাচ্ছে। পাশাপাশি, হাওড়া স্টেশন প্রাঙ্গণে তৈরি করা হয়েছে অস্থায়ী হোল্ডিং এরিয়া, যাতে যাত্রীরা ভিড়ের মধ্যেও অপেক্ষা করতে পারেন স্বাচ্ছন্দ্যে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, “ছটের সময় যাত্রীর সংখ্যা বিপুল হয়। তাই প্রয়োজনে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা রাখা হচ্ছে। নিরাপত্তাও বাড়ানো হয়েছে।” যদিও রেল কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপ সম্পূর্ণ প্রশাসনিক। অন্যদিকে, বিরোধীদের বক্তব্য—বিহার ভোটের আগে রেলের এই উদ্যোগ নিছকই ভোটমুখী সদিচ্ছা। হাওড়া স্টেশন এখন তাই শুধু ট্রেনের গন্তব্য নয়, রাজনীতির কেন্দ্রবিন্দুও।

আরও পড়ুন – খারাপ মাঠে অনুশীলন, ডেম্পো ম্যাচের আগে চোট পেলেন বাগানের নির্ভরযোগ্য ফুটবলার

_

_

_

_

_
_
_


