বন্ধ রাখতে হবে মাছ-মাংসের দোকান, বিজেপির ফতোয়া এবার বাংলাতেই!

Date:

Share post:

এখনও বাংলায় ক্ষমতায় আসার নাম গন্ধ নেই। লোকসভা ভোটেও কমেছে আসন সংখ্যা। তারপরেও বাংলায় স্বভাবসিদ্ধ ধর্মীয় ফতোয়া জারি করতেই ব্যস্ত বঙ্গ বিজেপির ছোটখাটো নেতারাও। এবার ছট পুজোর (Chhatpuja) নামে পশ্চিম বর্ধমানে (West Burdwan) মাছ মাংসের দোকান (meat shop) বন্ধ করানোর ছবি ধরা পরল। যদিও পুলিশি তৎপরতায় এঁটে উঠতে পারেনি বিজেপির ধর্মীয় কর্মীরা।

ছট পুজো উপলক্ষ্যে পশ্চিম বর্ধমানের আসানসোল, দুর্গাপুর এলাকায় ব্যাপক উন্মাদনা থাকে। তবে বিজেপির উপদ্রবে এবার সেই উন্মাদনায় ধর্মের জটিল রং। একদল বিজেপি নেতাকর্মীর দাপাদাপি অন্ডালে (Andal)। রীতিমতো দোকান ঘুরে ঘুরে মাছ মাংসের দোকান (meat shop) বন্ধ করতে হুমকি (threat) দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে।

অন্ডাল বাজারে যেসব মাছ ও মাংসের দোকান রয়েছে, বেশ কিছুদিন আগে রবিবার ও সোমবার সেইসব দোকান বন্ধ রাখার জন্য ফতোয়া জারি করেছিল স্থানীয় বিজেপির এক শ্রেণীর নেতৃত্ব। রবিবার সেই ফতোয়া অমান্য করেই বেশ কিছু মাংসের দোকান খুলেছিলেন ব্যবসায়ীরা। তাঁরা দাবি করেন, আগে কখনও এই ধরনের ফতোয়া তাঁদের বাজারে জারি হয়নি। তাঁরা তাঁদের রবিবারের ব্যবসা নষ্ট করতে চাননি।

আরও পড়ুন: কানপুরে থেঁৎলে খুন বাংলার আদিবাসী শ্রমিককে! পুলিশি নিষ্ক্রীয়তায় প্রশ্ন তৃণমূলের

এরপরই রবিবার সকালে সেইসব দোকান বন্ধ করার জন্য বিজেপির নেতারা পথে নামে। যদিও বিজেপির ফতোয়া উপেক্ষা করেই দোকান খোলা রাখেন ব্যবসায়ীরা। দু পক্ষের বচসা শুরু হতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ (Andal Police)। ব্যবসায়ীদের দোকান খোলা রাখা নিয়ে আশ্বস্ত করা হয়। পুলিশ আসাতে কমে ভঙ্গ দিয়ে সরে পড়ে বিজেপির নেতারা।

spot_img

Related articles

স্টেট ব্যাঙ্কের শাখায় আগুন: দমকলের ৬ ইঞ্জিনের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণ

সাত সকালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঢাকুরিয়া এলাকায়। স্টেট ব্যাঙ্কের ঢাকুরিয়া (Dhakuria) শাখার দফতরে...

আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন জগদ্ধাত্রী পুজোর, অপেক্ষায় কৃষ্ণনগর ও চন্দননগর

উৎসবের মরশুমের শেষ পর্বে বাংলার মানুষ। জগদ্ধাত্রী পুজোর মধ্যে দিয়েই বাংলার এবছরের বড় উৎসবের সমাপন হবে। বুধবার সেই...

পার্কস্ট্রিট হোটেলে দেহ উদ্ধার: ভিন রাজ্য থেকে দুই মূল অভিযুক্তকে পাকড়াও রাজ্য পুলিশের

হোটেলের ঘর থেকে দেহ উদ্ধারের পাঁচদিনের মধ্যে গ্রেফতার খুনে দুই মূল অভিযুক্ত। ওড়িশা (Odisha) থেকে দুজনকে গ্রেফতার করে...

শক্তি খুইয়ে মন্থা এখন গভীর নিম্নচাপ, ৩ মৃত্যুর পরও জারি প্রবল বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি প্রবল ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর থেকে ল্যান্ডফল শুরু করেছিল। অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় চালায় তাণ্ডব।...