দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান। অবশেষে কলকাতা থেকে চিনের গুয়াংজুর উদ্দেশে উড়ল প্রথম যাত্রীবাহী বিমান। ইন্ডিগোর এই বিমানে ছিলেন মোট ১৭৬ জন যাত্রী। সকালেই নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও ক্রু সদস্যদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাসের আবহ।

২০১৯ সালে কোভিড মহামারির কারণে বন্ধ হয়ে গিয়েছিল ভারত ও চিনের মধ্যে বিমান পরিষেবা। তারপর গালওয়ান উপত্যকার সংঘর্ষের জেরে দুই দেশের সম্পর্ক আরও ঠান্ডা হয়ে পড়ে। অবশেষে দীর্ঘ টালবাহানার পর পুনরায় চালু হল দুই দেশের আকাশপথে যাতায়াত। এখন থেকে কলকাতা–গুয়াংজু রুটে নিয়মিত পরিষেবা দেবে ইন্ডিগো। সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে সপ্তাহে একাধিক উড়ান চালানোর পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, আগামী ৯ নভেম্বর থেকে দিল্লি–সাংঘাই রুটেও সরাসরি বিমান চালু করার ঘোষণা করেছে বিমান সংস্থা। বাণিজ্য, শিক্ষা ও পর্যটনের ক্ষেত্রে এই নতুন সংযোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বন্ধ রাখতে হবে মাছ-মাংসের দোকান, বিজেপির ফতোয়া এবার বাংলাতেই!

_

_

_

_

_
_


