রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে সরাসরি জয়ের পর দ্বিতীয় ম্যাচেও গুজরাটের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় বাংলা(Bengal)। শেষ দিনে সরাসরি জয় পেতে হলে জ্বলে উঠতে হবে বাংলার বোলারদের। তবে সঙ্গ দিতে হবে আবহাওয়াকেও। কারণ সোমবার মন্দ আলোর জন্য পুরো সময় খেলা হয়নি।

ইডেনে রঞ্জি ট্রফির তৃতীয় দিনে গুজরাটকে বড় রানের লিড দিল বাংলা। ১০৭/৭ অবস্থায় তৃতীয় দিনের খেলা শুরু করে গুজরাট। শুরুতেই চিন্তন গাজার উইকেট হারায় তারা। তাঁকে ফিরিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন শাহবাজ।

বাংলার সফলতম বোলার শাহবাজ আহমেদ। চোট সারিয়ে কামব্যাক ম্যাচে তাঁর বোলিং ফিগার ১৯ ওভার ৫ মেডেন ৩৪ রান দিয়ে ৬ উইকেট। মহম্মদ শামি ৬টি মেডেন-সহ ১৮.৩ ওভারে ৪৪ রানের বিনিময়ে তিন উইকেট নেন। আকাশ দীপ নেন একটি উইকেট।

জবাবে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ৪৮ ওভারে ৬ উইকেটে ১৭০ রান। সুদীপ চট্টোপাধ্যায় চোটের কারণে ছিটকে গিয়েছেন। সুদীপ কুমার ঘরামির সঙ্গে ওপেন করেন অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে। দুই ইনিংসেই অর্ধশতরান পেলেন ঘরামি। সুদীপের পরিবর্তে নামা কাজী জুনেদ সইফি ১ রানে আউট হলেন। ঈশ্বরণ ২৫ রান করে আউট হলেন। পোড়েল ১, সুমন্ত গুপ্ত ১১, শাহবাজ ২০ রানে আউট হলেন। অনুষ্টুপ ৪৪ রানে অপরাজিত আছেন।

আরও পড়ুন:গম্ভীরের মুখে রোহিতের প্রশংসা, দুই মহারথীকে আবেগপ্রবণ অজি ধারাভাষ্যকারও

২৮২ রানের লিড আছে বাংলার। শেষ দিনে দ্রুত লিড বাড়িয়ে বোলিং করতে নামতে হবে বাংলাকে। টান টান ফিনিশের অপেক্ষায় বঙ্গ ক্রিকেটপ্রেমীরা।

–

–

–
–


