Saturday, December 13, 2025

একদিকে BLO-দের প্রশিক্ষণ, অন্যদিকে সর্বদল বৈঠক: SIR সরগরম রাজ্য

Date:

Share post:

সোমবার দেশজুড়ে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর-এর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় বিএলও-দের (BLO) প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই শুরু হয়ে যাচ্ছে এসআইআর প্রক্রিয়া। বাড়ি বাড়ি সমীক্ষা শুরুর আগে মঙ্গলবার থেকে প্রশিক্ষণ নেবেন বিএলও-রা। সেই সঙ্গে নির্বাচন কমিশনের (Election Commission) রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (CEO, West Bengal) মঙ্গলবারই বৈঠক করবেন রাজ্যের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির (all party meeting) সঙ্গে। এছাড়াও জাতীয় নির্বাচন কমিশনের তরফে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হবে রাজ্যের আধিকারিকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

ভোটের রাজনীতির উত্তাপ চড়তেই বাংলায় এসআইআর (SIR) তৎপরতা। মঙ্গলবার তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এর আগেই বাংলার শাসকদলের তরফে প্রশ্ন তোলা হয়েছিল, যেখানে বিএলও-দের প্রশিক্ষণই (training) সম্পূর্ণ হয়নি, সেখানে কীভাবে এসআইআর চালু করা হবে। সোমবার দিল্লি থেকে এসআইআর ঘোষণা হওয়ার পর তড়িঘড়ি শুরু সেই প্রশিক্ষণ। ৩ নভেম্বর পর্যন্ত সেই প্রশিক্ষণ চলবে। এরপরই ৪ নভেম্বর থেকে সেই ‘প্রশিক্ষিত’ বিএলও-রা পরিচালনা করবেন নাগরিকদের ইনিউমারেশন (enumeration) ফর্ম ফিলাপের (form fill up) কাজ।

ইনিউমারেশনের (enumeration) কাজ কেমন হল, আদৌ কত নাম থাকল ভোটার তালিকায়, তা জানা যাবে ৯ ডিসেম্বর নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা (draft voter list) প্রকাশ করার পরই। গোটা প্রক্রিয়া নিয়ে দিল্লি থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে, মঙ্গলবারই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মনোজ আগরওয়াল তা ব্যাখ্যা করবেন রাজ্যের সর্বদল বৈঠকে। বিকাল ৪টেয় সেই বৈঠক।

আরও পড়ুন: মঙ্গল থেকেই বাংলায় শুরু SIR, সোম রাতেই ফ্রিজ পুরনো তালিকা: ঘোষণা নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নির্বাচন বিধি নিয়েও রাজনৈতিক দলগুলিকে সতর্ক করতে পারেন মঙ্গলবারের সর্বদলে। অন্যদিকে, মঙ্গলবার ফের জাতীয় নির্বাচন কমিশনের তরফেও রাজ্যের আধিকারিকদের নির্দেশিকা দেওয়া হবে। অনলাইনে সেই বৈঠকে রাজ্যের জেলাস্তরের আধিকারিকদের পাশাপাশি এআরও-স্তরের (ARO) আধিকারিকরাও যোগ দেবেন।

spot_img

Related articles

প্রীতি ম্যাচে পন্ড ফুটবল, মেসির সঙ্গে ছবি তুলেই আনন্দে আত্মহারা প্রাক্তনীরা

ফুটবলের রাজপুত্র এলেন ভারতীয় ফুটবলের মক্কায়। কিন্তু তাঁর পায়ের যাদু দেখা থেকেই বঞ্চিতই থাকল যুবভারতী, মেসিও (Messi) দেখতে...

SIR আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে, আত্মঘাতী মালদহের প্রৌঢ়!

সময় শেষ, অথচ এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়নি। পরিচিতরা ভয় দেখিয়েছিলেন এবার বোধহয় বাংলাদেশে চলে যেতে হবে।...

অব্যবস্থা, বিজেপির উস্কানি! যুবভারতীর ঘটনার তীব্র নিন্দা তৃণমূলের, আয়োজককে তোপ কুণালের

মেসির অনুষ্ঠানের চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকল যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuva Bharati)। শনিবার, মাত্র ১৯ মিনিট মাঠে ছিলেন বাঁ পায়ের...

শাহজাহান মামলার সাক্ষীকে গাড়ির ধাক্কা: ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার পিছু নেওয়া বাইকার

তৎপরতার সঙ্গে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের উপর হামলার ঘটনার অভিযোগে পিছু নেওয়া বাইকারকে (biker) গ্রেফতার করল ন্যাজাট...