বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার প্লেনের পাশেই বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

Date:

Share post:

মঙ্গলবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ৩-এর কাছে একটি বাসে হঠাৎ আগুন লেগে যায়। নিমেষের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। এদিকে সেই সময়ে অদূরেই দাঁড়িয়ে ছিল এয়ার ইন্ডিয়ার বিমান। স্বাভাবিকভাবেই হঠাৎ এই ঘটনায় বিমানবন্দরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। আগুন নেভাতে বিমানবন্দরের নিজস্ব দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময়ে বাসে কোনও যাত্রী ছিলেন না বলেই বড় কোন দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

এয়ার ইন্ডিয়া স্যাটস এয়ারপোর্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড পরিচালিত ওই বাসে কী ভাবে আগুন লাগল সেটা জানতে তদন্ত করছে SATS। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিটের ফলেই এই বিপত্তি। পুলিশের তরফে খবর সেই সময় ওই বাসে কোনও যাত্রী বা লাগেজ ছিল না। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (IGIA) কাজের দায়িত্বে থাকা সংস্থা দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (DIAL) এটিকে ‘অপ্রত্যাশিত ঘটনা’ বলে জানিয়েছে। নিজেদের এক্স হ্যান্ডেল পোস্টে তাঁরা লিখেছে, ‘একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে আজ। এদিন দুপুর নাগাদ গ্রাউন্ড হ্যান্ডলারের দায়িত্ব থাকা একটি বাসে আগুন লেগে যায়। আমাদের বিশেষজ্ঞ ARFF টিম আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। আমাদের যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

দিল্লি বিমানবন্দরে তিনটি টার্মিনাল এবং চারটি রানওয়ে রয়েছে। বছরে ১০ কোটিরও বেশি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন। ২০১০ সালে দুর্ঘটনাস্থল টার্মিনাল-৩ চালু হয়। বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবন্দরের টার্মিনালে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে বিমানবন্দরে যাত্রী নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন- SIR-এর আড়ালে বাংলায় NRC ষড়যন্ত্র: ব্রিগেডেই না কি মেগা সভা করে তীব্র প্রতিবাদ! জোর চর্চা তৃণমূলের অন্দরে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

নির্ধারিত সময়ে আছড়ে পড়ল মন্থা! বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, প্রভাব পড়ল দক্ষিণবঙ্গেও

পূর্বাভাস মিলিয়ে দিয়ে মঙ্গলবার সন্ধ্যায়ই স্থলভাগে প্রবেশ করল ঘূর্ণিঝড় মন্থা। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে মছলিপতনম ও কলিঙ্গপতনমের মাঝখানে আছড়ে...

সারান্ডার জঙ্গলে IED বিস্ফোরণে মৃত নাবালিকা

ছত্তিসগড়, ঝাড়খণ্ড-সহ অন্য রাজ্যে বেশ কিছু ক্ষেত্রে আত্মসমর্পণ করছে মাওবাদী সদস্যরা। কিন্তু তার মাঝেই নিজেদের অস্তিত্ব রক্ষায় পুলিশ...

১০০ দিনের কাজ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে হাই কোর্টে রাজ্য

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম নির্দেশের পরেই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) রাজ্য। ১০০ দিনের কাজ সংক্রান্ত...

গুজরাটের হাসপাতালে নিরাপদ নয় রোগীরাই! শিশুর আত্মীয়কে চড় চিকিৎসকের

স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা নিয়ে বাংলায় দিনের পর দিন গলা ফাটায় বিজেপির নেতারা। বাংলার একশ্রেণির চিকিৎসকরা প্রায় প্রতিদিন নিরাপত্তার দাবি...