Monday, November 3, 2025

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

Date:

Share post:

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায় বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অনুপ্রবেশ ইস্যু তুলে বাংলাকে কালিমালিপ্ত করার কোনও পথ-গলি খোলা রাখেন না বঙ্গ বিজেপির নেতারা। সেই বিজেপির সাংসদ এবার দাবি করলেন, বিধানসভা নির্বাচনে জিতে বিজেপি ক্ষমতায় এলে কাঁটাতারের বেড়াই (barb fencing) নাকি তুলে দেওয়া হবে। বিজেপি নেতাদের সীমান্ত ও অনুপ্রবেশ (infiltration) নিয়ে দ্বিচারিতাই প্রমাণিত হয় এই বক্তব্যে, স্পষ্ট দাবি শাসকদল তৃণমূলের।

বাংলাদেশ সীমান্ত (Bangladesh border) দিয়ে অনুপ্রবেশে যে আদতে অমিত শাহর (Amit Shah) স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) ব্যর্থতাই প্রমাণিত হয়, তা বারবার স্পষ্ট করে দিয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। তা সত্ত্বেও কীভাবে সেই অনুপ্রবেশকারীরা বাংলায় বসবাস করছে, তা নিয়ে প্রশ্ন তুলে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করে চলেছেন বিজেপির রাজ্য ও কেন্দ্রের নেতারা। অথচ সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা থেকে অসম পর্যন্ত সর্বত্র যে অনুপ্রবেশকারীরা ঢুকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, সেই প্রশ্ন উঠতেই মুখে কুলুপ আঁটেন তাঁরা।

আদতে ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে বিএসএফ-এর (BSF) সাজসজ্জা থাকলেও, সীমান্ত যে কেন্দ্রের বিজেপি নেতাদের মর্জিমাফিক পরিচালিত হয়, এবার সেটাই স্পষ্ট করে দিলেন রানাঘাটের (Ranaghat) বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। তিনি দাবি করলেন, কথা দিচ্ছি, এ বারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে মাঝখানে এই কাঁটাতারের বেড়া (barb fencing) আমরা আর রাখব না। এক ছিল, আবার এক হয়ে যাবে।

আরও পড়ুন: পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

আর সেখানেই যে বিজেপির দ্বিচারিতা স্পষ্ট তা তুলে ধরলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর স্পষ্ট দাবি, এক দিকে তারা বলছে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। অন্য দিকে তারাই বলছে, ‘কাঁটাতার তুলে দেব।’ তাদের এই দ্বিচারিতা বাংলার মানুষ বুঝে নেবেন।

spot_img

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...