Saturday, November 1, 2025

ভাড়া বাড়িতে শাহরুখ, জন্মদিনে মন্নতের বারান্দায় দেখা দেবেন না ‘বাজিগর’!

Date:

Share post:

নভেম্বর মাস পড়া মানেই দ্বিতীয় দিনের অপেক্ষায় শাহরুখ (Shahrukh Khan) অনুরাগীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতার জন্মদিন যেন কিং খানের ভক্তদের কাছে অন্যতম বড় উৎসব। ২ নভেম্বর ভারতীয় বিনোদন জগতের (Indian Entertainment Industry) রোমান্টিক আইকন শাহরুখের জন্মদিন উপলক্ষে তাঁর বিলাসবহুল মন্নতের (Mannat) বাইরের রাত থাকতে হাজার হাজার মানুষের ভিড় জমে। ভক্তদের নিরাশ করেন না ‘জওয়ান’ও। হাজারও ব্যস্ততার মাঝেও তাঁর ব্যালকনি থেকে সিগনেচার স্টাইলে অনুরাগীদের উদ্দেশ্যে ভালবাসা বিলিয়ে দেন। কিন্তু চলতি বছর এমন কিছুই হবে না বলে সূত্রের খবর। মন্নতে (Mannat) মেরামতির কাজ চলছে তাই শাহরুখ রয়েছেন অন্যত্র। প্রতিবছরের চেনা দৃশ্য দেখতে না পাওয়ার খবর রটে যেতেই, মন খারাপ কিং-ভক্তদের।

আরব সাগরের পাড়ে শাহরুখের বাড়ি যেন মায়ানগরীর অন্যতম পর্যটন কেন্দ্র। মুম্বই (Mumbai) বেড়াতে গেলে শাহরুখের বাড়ি দেখতে প্রতিদিন কত মানুষ যে ভিড় জমান তাঁর ইয়ত্তা নেই। আর বিষয়টা যদি শাহরুখের জন্মদিন পালন হয় তাহলে তো সীমাহীন আবেগ মন্নতের সামনে ভিড় করবেই। সেই মতোই এক ভক্ত অন্য শহর থেকে মুম্বাইয়ে পৌঁছে শাহরুখের বাড়িতে থাকার আবদার করলেন। পাল্টা সেন্স অফ হিউমার মিশিয়ে নিজের অসহায়তার কথা তুলে ধরলেন স্বয়ং সুপারস্টার। শাহরুখের ‘হ্যাশট্যাগ আস্ক এসআরকে’র দৌলতে জানা গেছে এক অনুরাগী তাঁর প্রিয় নায়কের বাড়িতে থাকার অনুমতি চেয়েছেন। তিনি লিখেছেন, ‘স্যার আপনার জন্মদিন উদযাপনের জন্য মুম্বই পৌঁছে গিয়েছি। কিন্তু হোটেলে রুম পাচ্ছি না। আপনার মন্নতে থাকার একটু জায়গা হবে।’ অনুরাগীর কমেন্টের উত্তর দিয়েছেন শাহরুখ নিজেই। সোশ্যাল মিডিয়ায় বলিউডের ‘পাঠান’ খান লেখেন, ‘মন্নতে তো আমার নিজেরই থাকার জায়গা নেই আজকাল। ভাড়ায় থাকছি আজকাল।’ এরপরই শাহরুখের রসিক মেজাজের প্রশংসায় পঞ্চমুখ তাঁর ফ্যানেরা।

তবে একথা ঠিক যে, চলতি বছর হয়তো জন্মদিনে চিরাচরিত পোজ দিয়ে নিজের বাংলোর বারান্দায় দেখা দিতে পারবেন না শাহরুখ। ৬ তলার মন্নতের কলেবর আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন খান পরিবার। ইতিমধ্যেই শুরু হয়েছে মন্নত সারাইয়ের কাজ। আর সেজন্যই পালি হিলসের বাংলোয় সপরিবারে থাকছেন শাহরুখ খান। আম্বানিদের এই প্রপার্টিতে আজকাল ভাড়া দিয়েই থাকতে হচ্ছে বলিউড বাদশাকে।

 

spot_img

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...