Thursday, November 6, 2025

প্রকাশ্যে BLO-দের হুমকি! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

Date:

Share post:

নির্বাচন প্রক্রিয়ার আগে বাংলার মানুষকে এসআইআর দিয়ে ভয় দেখানোর প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়া শুরুর আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) বাংলার বুথ লেভেল আধিকারিকদের হুমকি দিচ্ছেন। তাঁর নির্দেশ না মানলে বিহারের (Bihar SIR) বিএলও-দের (BLO) মতো জেলে যেতে হবে, এমন হুমকি তিনি প্রকাশ্যে দিচ্ছেন। এভাবে হুমকি দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ নির্বাচন কমিশনে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস।

কয়েকদিন আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে বিরোধী দলনেতা বিএলও-দের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কমিশনে দায়ের করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) প্রকাশ্যে বলেছেন, ‘বিহারে যেমন বহু বিএলও জেলে (jail) গিয়েছেন, তেমনই বাংলায়ও যেতে হবে। আমরা এমন নথি দেব, যাতে আপনাদের জেলে যেতে হয়।’

তৃণমূলের অভিযোগ, SIR প্রক্রিয়া ঘোষণার পর এমন হুমকি ‘ইচ্ছাকৃত রাজনৈতিক ভয় দেখানো’ এবং ‘নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার প্রয়াস।’ পাশাপাশি অভিযোগপত্রে দাবি করা হয়েছে, একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি সরকারি কর্মীদের জেলে পাঠানোর হুমকি দেন, তা শুধু অনৈতিকই নয়, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত।

আরও পড়ুন: স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

বিরোধী দলনেতার বিরুদ্ধে কমিশনে তিন দফা অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের তরফে – প্রথমত, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হোক। দ্বিতীয়ত, সমস্ত বুথ লেভেল আধিকারিক ও নির্বাচনকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে নির্দেশ জারি করা হোক। তৃতীয়ত, নির্বাচন কমিশন যেন সর্বসমক্ষে ঘোষণা করে, কোনও রাজনৈতিক নেতা বা দল নির্বাচনী কর্মীদের ভয় দেখালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দু অধিকারীর এই ধরনের বক্তব্য ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ (BNS 351) ধারা অনুযায়ী ক্রিমিনাল ইনটিমিডেশন-এর আওতায় পড়ে, অভিযোগে উল্লেখ করা হয় তৃণমূলের তরফে। বাংলার নির্বাচন প্রক্রিয়া যাতে কোনও রাজনৈতিক দলের ভয় বা প্রলোভনে প্রভাবিত না হয়, তার জন্য দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয় বাংলার শাসকদলের তরফে।

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...