রাজ্যের মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প প্রতিনিয়ত প্রণয়ন থেকে তা পর্যালোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছে বর্তমান বাংলার সরকার। সেই উন্নয়নমূলক প্রকল্পের অন্যতম স্বাস্থ্য সাথী প্রকল্প (Swastha Sathi scheme)। যেখান থেকে রাজ্যের প্রতিটি বাসিন্দা বিনামূল্য চিকিৎসা পরিষেবা পান রাজ্যের তহবিল থেকে। প্রকল্প প্রণয়নের নিরিখে নতুন মাইলফলক (milestone) স্পর্শ করল স্বাস্থ্য সাথী। সোশ্যাল মিডিয়ার সেই সাফল্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কেন্দ্র সরকার যেখানে অর্থনৈতিক দিক বিচার করে বেছে বেছে মানুষকে স্বাস্থ্য প্রকল্পের সুবিধা দেয়, সেখানে বাংলার সরকার রাজ্যের মানুষের মধ্যে কোনও ভেদাভেদ না করেই স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা দেয়। প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকারের সকলের অন্তর্ভুক্তিতে স্বাস্থ্য বীমা (health care benefit) নিশ্চয়তার প্রকল্প ‘স্বাস্থ্য সাথী’ গত ৩১ অক্টোবর ২০২৫-এ হাসপাতালে ভর্তিতে এক কোটির মাইল ফলক (milestone) ছুঁয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য তহবিল থেকেই ১৩,১৫৬ কোটি টাকার ক্যাশলেস স্বাস্থ্য পরিষেবার সুবিধা নাগরিকদের তুলে দেওয়া হয়েছে।

রাজ্যের এই প্রকল্পের বাস্তব সুবিধার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের বাসিন্দা যে কোনও নাগরিক, যাঁরা অন্য কোনও রাজ্যের প্রকল্পের আওতায় নেই, তেমন প্রতিটি নাগরিক ‘স্বাস্থ্য সাথী’র সুবিধা পান। পশ্চিমবঙ্গের ৮.৫ কোটির বেশি নাগরিক এই প্রকল্পের আওতাধীন।

আরও পড়ুন: বিশ্বমঞ্চে বাংলার ডায়াবেটিস চিকিৎসা মডেল! SSKM-এর চিকিৎসকদের কুর্নিশ মুখ্যমন্ত্রীর

যে পরিকাঠামোর উপর ভিত্তি করে সফলভাবে স্বাস্থ্য সাথী প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তার সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান, একটি বলিষ্ঠ তথ্যপ্রযুক্তির প্ল্যাটফর্ম (IT platform) এবং সহযোগী হাসপাতালগুলির সঙ্গে সময় মাফিক লেনদেনের মাধ্যমে উপভোক্তাদের (beneficiary) দ্রুত এবং নির্ভরযোগ্য পরিষেবা প্রদান সম্ভব হয়। নাগরিকদের যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

‘Swasthya Sathi’ — the all-inclusive, unique health assurance scheme of Government of West Bengal has achieved one crore hospitalisations mark on 31st October 2025, where cashless health care benefit of Rs. 13,156 crore has been provided to the citizens of WEST BENGAL entirely…
— Mamata Banerjee (@MamataOfficial) November 3, 2025
–

–

–



