Friday, January 2, 2026

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম যাচাই করবেন বুথ লেভেল অফিসাররা। ঠিক তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন— যতদিন এসআইআর চলবে, ততদিন সব মন্ত্রীকে নিজেদের জেলা ও বিধানসভা এলাকায় থাকতে হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ভোটার তালিকা সংশোধনের সময় যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে হবে। প্রশাসনিক কর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে, মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে, তার দিকে বিশেষ নজর রাখতে হবে। শহর কলকাতা থেকে দূরে থাকা মন্ত্রীদের মঙ্গলবারের আগে নিজেদের জেলায় পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এসআইআর নিয়ে রাজ্য সরকার অত্যন্ত সতর্ক, কারণ সম্প্রতি মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতৃত্বের দাবি— ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনা নিয়ে নানা আশঙ্কা তৈরি হয়েছে।

এই প্রেক্ষাপটেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন বলেন, “বাংলার সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা হচ্ছে, আবার মানুষকে ভয় দেখানো হচ্ছে।” তাঁর অভিযোগ, এসআইআর নিয়ে আতঙ্কে রাজ্যে গত কয়েক দিনে ৬ জনের মৃত্যু হয়েছে। অভিষেকের বক্তব্য, “এসআইআর করে নাম বাদ দিয়েও তৃণমূলের ভোট আরও বাড়বে। যারা বিজেপির তল্পিবাহক হিসেবে কাজ করছে, তাদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে।” এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার এক্স হ্যান্ডেল-এ পোস্ট করে জানান, মঙ্গলবারের প্রতিবাদ কর্মসূচির আগে তাঁর লেখা ও সুর করা গানটি শোনার অনুরোধ করেছেন সকলকে। সেই গান গেয়েছেন শিল্পী ইন্দ্রনীল সেন।

আরও পড়ুন- বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar...

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...