মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের শাসকদল তৃণমূল। আজ কলকাতার বুকে ঐতিহাসিক মিছিলের দিয়েছে তৃণমূল। নেতৃত্ব দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee)

রেড রোডে বিআর অম্বেডকের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মঙ্গলবার দুপুর দেড়টার মধ্যে কলকাতা ও লাগোয়া জেলার নেতা-কর্মীদের রেড রোডে অম্বেদকরের মূর্তির সামনে জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটে নাগাদ সেখান থেকে শুরু হবে ঐতিহাসিক মিছিল।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়— উভয়েই হাঁটবেন এই প্রতিবাদ মিছিলে। মিছিল শেষে বক্তৃতাও করবেন তাঁরা।

অভিষেক সোমবারই জানিয়েছেন, কলকাতা ও আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা আসবেন মিছিলে। দূরের জেলাগুলিকে আসতে বারণ করা হয়েছে বলে জানালেন অভিষেক। কারণ মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে আর ওই দিন থেকেই বুথ স্তরের আধিকারিকরা (BLO) এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন।

একই তথ্য পরিসংখ্যান তুলে ধরে অভিষেক জানিয়ে রেখেছেন, এসআইআর ঘোষণার পর রাজ্যে ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে। এসআইআর শুরু হলে এরপর বাংলা জুড়ে মৃত্যুমিছিল দেখা যাবে। এর সঙ্গে এসআইআর-এর প্রতিবাদের দিল্লিতে কমিশন ঘেরাওয়ের কথাও ফের এদিন বলেন তিনি।

আজকের মিছিল থেকেই বিশেষ নিবিড় সংশোধন (SIR) বিরোধিতায় সুর সপ্তমে চড়াতে পারে রাজ্যের শাসক দল।

–

–

–



