শীতের (Winter) অফিশিয়াল ঘোষণা হোক বা না হোক নভেম্বরের গোড়া থেকেই সকাল রাতে প্রকৃতির হিমেল ছোঁয়ায় শিহরিত হচ্ছে দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টির ভ্রুকুটি একটু চিন্তায় রাখলেও সুখবর দিয়ে হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ আপাতত শক্তি হারিয়ে দূরে সরে যাচ্ছে। তবে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।। ফলে আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিচে নেমেছে। আগামী ৪-৫ দিন সর্বনিম্ন তাপমাত্রা আরও নিম্নমুখী হবে বলে মনে করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department) জানিয়েছে উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রা পতন অব্যাহত। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে উইকেন্ডে শীতের আমেজ খুব সকালে কিছুটা বাড়তে পারে।কলকাতায় বৃহস্পতিবার থেকে রৌদ্রজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা। রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রিতে নেমে যেতে পারে। ভোরের দিকে কুয়াশা বাড়বে। কলকাতায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। অর্থাৎ গোটা সপ্তাহ জুড়ে মনোরম শীতের আমেজ উপভোগ করবেন বাঙালি।

–

–

–

–

–

–

–

–

