Saturday, January 10, 2026

SIR আতঙ্কে মৃতদের পাশে তৃণমূল: অভিষেকের নির্দেশে তৈরি বিশেষ কমিটি

Date:

Share post:

এসআইআর আতঙ্কে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭, ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। কোথাও নাম না থাকার আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সহনাগরিকদের। কোথাও অপমান ও আতঙ্কে আত্মঘাতী হয়েছেন রাজ্যের একাধিক মানুষ। মৃতদের পরিবারগুলির পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। টিম তৈরি করেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁরাই এক একটি পরিবারের সঙ্গে কথা বলে ভবিষ্যৎ সম্পর্কে আশ্বস্ত করবেন।

নেতা, জনপ্রতিনিধিদের নিয়ে একটি দল তৈরি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দলের সদস্যরা যারা এসআইআর (SIR) আতঙ্কে আত্মহত্যা (suicide) করেছে তাঁদের পরিবারগুলির কাছে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। এই দলের নেতারা সবসময় মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ অনুসারে সকল প্রকার সহায়তা প্রদান করবেন।

আরও পড়ুন: তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

শনিবার (প্রথম দিন) এসআইআর আতঙ্কে (SIR fear) যারা আত্মহত্যা করেছেন তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন কোন তৃণমূল নেতারা তার তালিকা প্রস্তুত ইতিমধ্যেই। মৃত প্রদীপ করের পরিবারের সঙ্গে বিকেল ৫টায় দেখা করতে যাবেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam), লোকসভার সাংসদ পার্থ ভৌমিক (Parhta Bhowmik)। টিটাগড়ে বিকেল ৪টেয় যাবেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ডানকুনিতে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা বিকেল ৪টেয় দেখা করতে যাবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ রাহা। হুগলিতে যাবেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভানেত্রী ও পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপার্সন জয়া দত্ত এবং স্থানীয় নেতারা। উলুবেড়িয়ায় যাবেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং স্থানীয় নেতারা।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...