Monday, January 12, 2026

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

Date:

Share post:

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু হচ্ছে সেই সময় নির্বাচন কমিশনের (Election Commission) বেধে দেওয়া সময়সীমার মধ্যে বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দিতে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন রাজ্য সরকারের কর্মী বিএলও-রা (BLO)। সেই কাজের চাপ নিতে না পেরে এবার মৃত্যু হল পূর্ব বর্ধমানের (East Burdwan) এক বিএলও-র। মেমারির অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS worker) ওই প্রৌঢ়ার পরিবারের দাবি, একদিকে চাকরি অন্যদিকে এসআইআরের (SIR) কাজ নিয়ে অত্যন্ত মানসিক চাপে ছিলেন তিনি। তাই ফর্ম বিলি করার সময়ই মৃত্যু হয় তাঁর।

নির্বাচন কমিশন বিএলও-দের ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে। যে সময় শেষ হচ্ছে মঙ্গলবার, ১১ নভেম্বর। অথচ বিএলও-রা প্রাণ পাত চেষ্টা করেও সম্পূর্ণ করে উঠতে পারছেন না সেই কাজ। প্রথম থেকেই ইনিউমারেশন ফর্ম (enumeration form) দেরিতে পৌঁছানোয় কাজ শুরু করতেই রাজ্যের বহু এলাকায় সমস্যা হয়েছে। অন্য়দিকে নির্বাচন কমিশন বিএলও-দের চাকরির ক্ষেত্রে কোনও সুরাহা দিতে পারেনি। নিজেদের চাকরি করে ফর্ম বিলির কাজের মতো অমানুষিক কাজ করতে হচ্ছে বিএলও-দের।

সেইভাবেই মেমারির চক বলরাম গ্রামের অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাঁসদা নিজের কাজের জায়গা ও ফর্ম বিলির কাজ সমান তালে করছিলেন। তা সত্ত্বেও তিনি আশঙ্কায় ভুগছিলেন, কমিশনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি ফর্ম বিলির কাজ সম্পূর্ণ করতে পারবেন না। কারণ তিনি নিজের অঙ্গনওয়াড়ির কাজ কোনওভাবেই ক্ষতিগ্রস্থ হতে দিতে পারতেন না। পরিবারের লোকেরা তাঁকে সান্ত্বনা দিয়েছিলেন, দেরিতে শেষ করলেও হবে, এমন জানিয়েছিলেন তাঁরা। কিন্তু তাতে শান্ত থাকতে পারেননি নমিতা।

আরও পড়ুন: SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

শনিবার রাতে ইনিউমারেশন ফর্ম (enumeration form) বিলি করার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসক মৃত্যুর কারণ হিসাবে জানিয়েছেন ব্রেন স্ট্রোক। এরপরই পরিবারের সদস্যদের দাবি, নির্বাচন কমিশনের কাজের চাপে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন। এই মৃত্যু কমিশনের সময়সীমার মধ্যে কাজ শেষ করার জন্যই, দাবি পরিবারের।

spot_img

Related articles

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...