Monday, January 12, 2026

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

Date:

Share post:

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণের ফলে কেঁপে ওঠে গোটা এলাকা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। আহতের সংখ্যা ৩০-এরও বেশি। তাঁদের মধ্যে বহুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ তিনি লেখেন, ‘দিল্লির বিস্ফোরণে প্রাণ হারানোদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে পরিস্থিতি পর্যালোচনা করেছি।’ এদিনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লালকেল্লা বিস্ফোরণ নিয়ে জরুরি বৈঠক করেন। দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। তারপরই লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে পৌঁছোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে তিনি বলেন, তদন্তে যা উঠে আসবে, তা প্রকাশ করা হবে জনসমক্ষে। ঘটনাস্থলে যাওয়ার আগে হাসপাতালে যান শাহ। ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের দেখতেই হাসপাতালে যান তিনি।

বিস্ফোরণের পরই এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তদন্তভার হাতে পাওয়া পরেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দল ঘটনাস্থলে পৌঁছেছে। শুধু তা-ই নয়, এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে, চলছে ফরেনসিক পরীক্ষা। শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ নজর রাখা হচ্ছে মেট্রো স্টেশন ও জনবহুল এলাকাগুলিতে।

আরও পড়ুন- দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...

স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটে তৃণমূল-বিজেপি, রাজনৈতিক সৌজন্যের ছবি

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন...

SIR- র শুনানিতে খেলোয়াড়দের হায়রানি অব্যাহত, তলব লক্ষ্মীরতনকে

মহম্মদ শামির পর  SIR- র শুনানিতে এবার ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন...

SIR- র নামে খেলোয়াড়দের হেনস্থা, প্রতিবাদে পথে নামলেন ক্রীড়াবিদরা

SIR- র নামে বাংলার খেলোয়াড়দের হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল বাংলার প্রাক্তন খেলোয়াড়রা (Ex Sportsman)। ভবানীপুর ক্লাবের সামনে...