পহেলগামে নিরীহ পর্যটকদের একেবারে টার্গেট করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। সোমবারের দিল্লির বিস্ফোরণেও আগে থেকে সতর্কবার্তা ছিল দিল্লিসহ (Delhi) হরিয়ানা এলাকায়। তা সত্ত্বেও বিস্ফোরণ, প্রাণহানি। আর প্রতিবারই নিরাপত্তায় ডাহা ফেল করার পরও মন্ত্রীত্বে পাশ করে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আবার আশ্চর্যজনকভাবে প্রতিটি বিস্ফোরণের (blast) সময়ে বা পরে বিদেশ সফরে কার্যত পালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার বিস্ফোরণের পরই মঙ্গলে ভুটান সফরে (Bhutan tour) মোদি। দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপির সরকারকে তোপ বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের।

দেশের যে কোনও প্রান্তে বিস্ফোরণের পরে এবার সরাসরি হামলা রাজধানীতে (capital)। গোটা দেশের নজর নির্বাচন, এসআইআর থেকে সোজা বিস্ফোরণস্থলে। পহেলগাম হামলার (Pahalgam attack) পরেই নাশকতা রুখতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী (Home Minister) অমিত শাহর পদত্যাগ (resignation) দাবি করেছিল বাংলার শাসকদল তৃণমূল। দিল্লির বিস্ফোরণের পরে দাবি করা হল, প্রতিবার জাতির রক্তক্ষয়। প্রতিবার সেই একই ব্যক্তি, অমিত শাহ (Amit Shah), দাগমুক্ত হয়ে বেরিয়ে আসেন, ঘটনার একফোঁটাও দায়ভার বহন করেন না। যে কোনও স্বরাষ্ট্র মন্ত্রী যাঁর বিবেক রয়েছে, এতদিনে পদত্যাগ (resign) করতেন।

আরও পড়ুন: রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

অমিত শাহর নির্লজ্জতার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্লজ্জতাকেও তোপ তৃণমূলের। দাবি করা হয়, প্রধান সেবক নরেন্দ্র মোদি বেশি ব্যস্ত বিদেশের মাটিতে ক্যামেরার সামনে পোজ দিত, যখন তাঁর নিজের দেশে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছেন। প্রতিটি বিস্ফোরণ, প্রতিটি নিরাপত্তার গাফিলতি, প্রতিটি নিরীহ মানুষের জীবনহানি স্পষ্ট করে দেয় বিজেপি সরকারের আমলে দেশের নিরাপত্তা ব্যবস্থার ভেঙে পড়ার ছবিটা।

Pulwama. Pahalgam. And now a bomb blast in the heart of the National Capital.
Each time, the nation bleeds. Each time, the same man, @AmitShah, walks away unscathed, without an ounce of accountability. Any Home Minister with even a shred of conscience would have stepped down by… pic.twitter.com/bdaZxLoKDc
— All India Trinamool Congress (@AITCofficial) November 11, 2025
–

–

–

–

–



