আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130 (Turkish military cargo plane crashes)। হতাহতের সংখ্যা কিছু জানানো না হলেও দুর্ঘটনাগ্রস্ত কার্গো বিমানটিতে ক্রু-সহ অন্তত ২০ জন জওয়ান ছিলেন বলে জানা যাচ্ছে।শোকপ্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোগান (Tayyip Erdogan)। পাশে থাকার আশ্বাস ওয়াশিংটনের।
জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজারবাইজান সীমান্তের কাছে সিগনাঘি পুরসভা এলাকায় বিমানটি ভেঙে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে মাঝআকাশ থেকে দ্রুত গতিতে নেমে আসছে বিমানটি। এর কিছুক্ষণের মধ্যেই সাদা ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা (ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি)। আজারবাইজান ও জর্জিয়ার প্রশাসনের তরফে যৌথভাবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা থেকে শুরু করে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

–

–

–

–

–

–

–

–


