Thursday, November 13, 2025

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, Kiff হলে জনগণের উৎসব। পাশে থাকলে টলিউড বিশ্বের সেনার হবে। বৃহস্পতিবার, সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে পরিচালক গৌতম ঘোষকে দেওয়া হল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে প্রথম থেকে উপস্থিত ছিলেন দেব, সৃজিত এবং শান্তনু। ঘোষণায় জুন। হঠাৎ করেই মুখ্যমন্ত্রী উপস্থিত হন। হাসি মুখে জানান, “আমার আসার কথা ছিল না। কিন্তু ভাবলাম প্রাইজ দিচ্ছে যখন, একবার যাই দেখে আসি। আমার জুরি মেম্বারদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আপনারা হার্ডওয়ার্ক করেছেন।”

চলচ্চিত্র উৎসবের সাফল্যের জন্য সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই ৭ দিন ধরে ওরা যে পরিমাণ খেটেছে, আমায় ওদের ধন্যবাদ দিতেই হবে। এর পরেই বাংলা ছবি নিয়ে বেশ কিছু কথা বলেন তিনি।”

এর পরেই মমতা ঘোষণা করেন, “আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump”৷ মুখ্যমন্ত্রী কথায়, “মানবিক ছোঁয়া না থাকে কোন কাজে, তাহলে শুধু রোবোটিক টাচ দিয়ে কিছু হয় না”। যাঁরা গান গেয়েছেন এই কদিন সিনে আড্ডায় তাদের সকলকে ধন্যবাদ জানালেন তিনি। বলেন “আমি হঠাৎ করে দুদিন আগে এসেছিলাম দেখলাম ইয়ং ছেলেমেয়েরা খুব এনজয় করছে চলচ্চিত্র উৎসব।”

বিদেশী অতিথিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “সামনের বার আবার আসবেন। আপনারা কিন্তু নতুন একটা ভিশন ও মিশন নিয়ে আসবেন। আমাদের বাংলায় ট্যালেন্ট খুব হাই। পরিকাঠামো যথেষ্ট রয়েছে। আমাদের বন- সমুদ্র নানা প্রাকৃতিক সম্পদ রয়েছে। আমাদের পাহাড়ের দিক ভুললে চলবে না। আপনারা এই বাংলা থেকে সব পাবেন। আসুন, আমাদের পরিচালকদের সঙ্গে একজোটে সিনেমা তৈরি করুন।”

মুখ্যমন্ত্রীর কথায়, “ওদের ক্যাপাসিটি বেশি, মূলধন আছে, কিন্তু বাংলা সংস্কৃতির প্রাণকেন্দ্র। আপনারা টলিউডের সঙ্গে জুড়লে, বিশ্বের সবথেকে সেরা ছবি এখান থেকেই পাবেন। যদি সকলে অনুপ্রেরণা পান, তাহলে কিন্তু ভাল হতে পারে। আমরা সকলে ভাইভাই। আমরা কোনও জাতপাতে বিশ্বাস করি না। আমরা সারা বিশ্বকে ভালবাসি। আমি বন্ধুত্বে ভালবাসি। আপনাদের জন্য শুভেচ্ছা রইল। কলকাতার মানুষ সবাইকে ভালবাসেন। আপনারা যে এসেছেন আমি তাতেই খুশি।”

আরও পড়ুন – কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...

পার্থর গোপন ভয়েস ক্লিপ আছে! কার সঙ্গে? বিস্ফোরক তথ্য দিলেন বৈশাখী

জয়িতা মৌলিক "শোভন-বৈশাখী হতে গেলে অনেক আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। ওটা ওতো সহজ নয়। শোভন নিজের বান্ধবীর দিকে...