Friday, January 9, 2026

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

Date:

Share post:

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও অসুস্থ হয়ে পড়লেন। চোখের সামনে সব ঘটে গেল তিনি একপ্রকার নিরুপায়। কটকের বালিযাত্রায় অনুষ্ঠান করতে গিয়েছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রেয়া। নিজের সোশাল মিডিয়ায় অনুরাগীদের সে কথা জানিয়েছিলেন গায়িকা। অনুষ্ঠান শুরু হতেই শুরু হল সমস্যা। শ্রেয়া মঞ্চে উঠতেই ভিড় জমতে শুরু করে। হঠাৎ করেই ভিড় এতটাই বেড়ে যায় যে, সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি বেরিয়ে যায় পুলিশের হাতের বাইরে। ঘটনাস্থলেই জ্ঞান হারান দুই শ্রোতা। আহতও হয়েছেন বেশ কয়েকজন।

এই ঘটনার পর শ্রেয়া (Shreya Ghoshal) বা তাঁর টিমের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, শ্রেয়ার অনুষ্ঠান নিয়ে সঙ্গীত প্রেমীদের মধ্যে উন্মাদনা নতুন একেবারেই নয়। তাঁর কনসার্ট গোটা বিশ্বে সুপারহিট। সেই প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখতে গিয়ে যে এমন পরিস্থিতি ঘটবে সেটা ভাবনার অতীত। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং শ্রেয়া নতুন করে অনুষ্ঠান শুরু করেন। যদিও পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণের জন্য শ্রেয়ার অনুষ্ঠান বন্ধ রাখতে হয় আয়োজকদের।

এদিনের ঘটনা নিয়ে পুলিশ (Police) কমিশনার এস দেব দত্ত সিং জানিয়েছেন, “মারাত্মক অপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি হয়নি। খুব ভিড় হয়েছিল। আমরা সামাল দিয়েছিলাম। কিছু মানুষ সামান্য চোট পেয়েছেন। এখন সুস্থ আছেন।” কিন্তু প্রশ্ন উঠছে কেন পুলিশ প্রথম থেকেই ভিড় নিয়ন্ত্রণ করতে পারে নি? আগে থেকে যথেষ্ট ব্যবস্থা কেনই বা পরিকল্পনা করা হয়নি।

spot_img

Related articles

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...