Saturday, November 15, 2025

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

Date:

Share post:

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার এলাকা থেকে এক মেডিক্যাল ছাত্রকে গ্রেফতার করল NIA। ধৃতের নাম নিশার আলম (Nisar Alam)। জানা গেছে রাজধানীর বিস্ফোরণ কাণ্ডে যে বিশ্ববিদ্যালয়ের নাম বারবার উঠে এসেছে সেই ফরিদাবাদের (Faridabad) আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিশার। এর আগে বিস্ফোরণ কাণ্ডে এই শিক্ষাপ্রতিষ্ঠানে তিনজন ডাক্তারের সরাসরি যোগাযোগ পাওয়া গেছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে শুক্রবার বাংলার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।যদিও ডাক্তারি পড়ুয়ার সঙ্গে এই বিস্ফোরণের যোগসূত্র কী তা খোলসা করছে না কেন্দ্রীয় সংস্থা (National Investing Agency)। ধৃতের পরিবারের দাবি তাদের বাড়ির ছেলে কোনও অন্যায় কাজের সঙ্গে যুক্ত নয়।

রাজধানী নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লালকেল্লা সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় উঠে এসেছে জঙ্গি যোগ। সন্ত্রাসবাদ নিশ্চিহ্ন করার বড় বড় বুলি আওড়ানো কেন্দ্রীয় সরকারের নাকের ডগায় এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ আগে থেকে কোনও আঁচ করতে পারলেন না কেন্দ্রীয় গোয়েন্দা থেকে উচ্চপদস্থ আধিকারিকরা। এই দিয়ে ইতিমধ্যেই বিরোধীরা তোপ দেগেছেন। এরই মধ্যে বাংলার ছেলের গ্রেফতারিতেও রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন অনেকে। ধৃতের পরিবার ও স্থানীয় সূত্রের খবর, নিশারের স্থায়ী ঠিকানা পাঞ্জাবের লুধিয়ানা হলেও তাঁদের পৈতৃক বাড়ি ডালখোলা থানার কোনাল গ্রামে। কয়েক দিন আগে এক আত্মীয়ের বিয়েতে মা ও বোনকে নিয়ে কোনালে এসেছিলেন তিনি। আর সেই সময়ই আচমকা দিল্লির বিস্ফোরণ তদন্তে নাম জড়িয়ে যাওয়া কি কাকতালীয় নাকি উদ্দেশ্যপ্রণোদিত? তদন্তকারী সংস্থা কিছুই স্পষ্ট করে জানাচ্ছে না। একদিকে এনআইএর তরফে ধৃতের ফোন রেকর্ড থেকে শুরু করে সহপাঠীদের পাঠানো মেসেজ খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে কোনাল গ্রাম প্রতীক্ষায়। নির্দোষ বলে বাড়ি ফিরবেন নিশার? নাকি তদন্ত অন্য দিকে মোড় নেবে? আদৌ কি উত্তর দিনাজপুরের মেডিক্যাল পড়ুয়া কোনওভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত নাকি তাঁকে ফাঁসানো হচ্ছে তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

 

spot_img

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...