শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং তাঁর স্ত্রী অভিনেত্রী পত্রলেখার (Patralekhaa) পরিবারে নতুন সদস্য আসার কথা সমাজ মাধ্যমে নিজেরাই জানিয়েছেন তারকা দম্পতি। চলতি বছরের জুলাই মাসেই পত্রলেখার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। এবার যুগলের চতুর্থ বিবাহ বার্ষিকীতেই দুই থেকে তিন হলেন সেলিব্রেটি কাপল।

দিন কয়েক আগেই মা হয়েছেন ক্যাটরিনা কাইফ। তখন ভি-ক্যাটকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাজকুমার। এবার অভিনেতা নিজেই শুভেচ্ছা বন্যায় ভাসছেন। সন্তান ধারণে সমস্যা না হওয়ার কারণ নিয়ে পত্রলেখা আগেই মুখ খুলেছিলেন। তবে জানা গেছে স্বাভাবিক পদ্ধতিতেই মা-বাবা হয়েছেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় রাজকুমার ও পত্রলেখা যৌথভাবে লেখেন, “আনন্দে আত্মহারা আমরা। কন্যাসন্তান দিয়ে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন।” ইতিমধ্যেই বরুণ ধাওয়ান, নেহা ধুপিয়া, আলি ফজল, ভারতী সিং-সহ বলিউড তারকারা শুভেচ্ছা জানিয়েছেন।

–

–

–

–

–

–

–

–


