ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন বলে যাঁর দিকে বারবার আঙুল উঠেছে, দলের এই জঘন্য পারফরমেন্সের পর তার বক্তব্যটা ঠিক কী হয় তা জানতে চায় ক্রিকেটপ্রেমীরা। তিন দিনও খেলা গড়াল না ইডেনে হারের সঙ্গে প্রাপ্তি হতাশাও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩০ রানে হার শুভমান গিলের(Subhman Gill) দলের।

চতুর্থ ইনিংসে যে পিচে ১২০ রান তাড়া করা কঠিন সেখানে ১২৪ টার্গেট করে খেলতে নেমে ল্যাজেগোবরে অবস্থা ঋষভ-রাহুল-জাডেজাদের। ফল যা হওয়ার সেটাই হল। গিল (Subhman Gill) খেলতে না পারায় ৯৩ রানের ৯ উইকেট হারিয়ে অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া। ৩০ রানে প্রথম টেস্ট জয় দক্ষিণ আফ্রিকার।

টেম্বা বাভুমা ভারতীয় দলকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন সঠিক পরিকল্পনা আর ধৈর্য কীভাবে অতিরিক্ত আত্মবিশ্বাসের গাছকে শিকড় সমেত উপড়ে দিতে পারে। চোট সরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ব্যাটার দলকে বাঁচাতে অপরাজিত ৫৫ রানের কঠিন ইনিংস খেলে গেলেন একাই। ইডেনের দর্শকরাও অবশ্য উঠে দাঁড়িয়ে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু ভারতীয় প্লেয়ারদের মধ্যে সেই রকম মানসিকতা দেখা গেল কই। হাতে ছিল আরও দুটো দিন। লক্ষ্যমাত্রা মাত্র ১২৪।

অথচ চা পানের বিরতি পর্যন্ত খেলা গড়ালো না।প্রথম ওভারেই মার্কো জানসেনের বলে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল (০)। তৃতীয় ওভারে জানসেন তুলে নেন লোকেশ রাহুলের (১) উইকেট। ওয়াশিংটন, জাডেজা বা অক্ষরদের সামান্য চেষ্টা জয়ের খেতাব এনে দিতে পারল না টিম ইন্ডিয়াকে।স্পিন সহায়ক উইকেটে সাইমন হারমারের বল খেলতে সমস্যা পড়লেন ভারতীয়েরা।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছেন তিনি। এবার কী বলবেন গৌতম গম্ভীর? যে ভারতীয় ব্যাটিং লাইনআপ নিয়ে বড় বড় কথা বলেন কোচ এবং প্লেয়াররা আজ তার কঙ্কালসার চেহারাটা দেখিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। সিরিজে ১-০ তে পিছিয়ে পড়ল শুভমন গিলের দল।

–

–

–

–



