Monday, November 17, 2025

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

Date:

Share post:

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর থেকেই ইডেনের পিচ নিয়ে নিত্য নতুন বায়না শুরু করেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।  ম্যাচ হারের পর পিচ নিয়ে বিতর্কের যবনিকা টানলেন গম্ভীর।

পিচ যাতে স্পোর্টিং হয় তার জন্য সব রকম চেষ্টা করে সিএবি। ম্যাচ শুরুর একদিন আগে সারারাত পিচ খোলা রাখা হয়েছিল। যাতে অন্তত শিশিরে কিছুটা প্রাণ পায় পিচটা। সেই খরবও পৌছে যায় গম্ভীরের কাছে। তারপর থেকে শুধু পিচ দেখার একজন ‘পাহারাদার’ রাখা হয়। যার কাজ হবে যাতে কোনও ভাবেই ‘আইনের ফাঁক’ দিয়ে নির্দেশ বহির্ভূত আর কিছু না হয়, সেটা নজরদারি করা।

ম্যাচ হারের পর কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ইডেনের উইকেটের প্রশংসা করেন গম্ভীর(Gautam Gambhir)। তিনি সরাসরি বলে  দিলেন, আমরা এইরকম উইকেট চেয়েছিলাম।” নিজের দলের ক্রিকেটারদের ব্যাটিং দক্ষতা এবং কঠিন পরিস্থিতিতে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাকেই হারের জন্য দায়ী করলেন টিম ইন্ডিয়ার হেডস্যার।

ইডেনের হারের গৌতম গম্ভীর বলেন,”উইকেট যেমন চেয়েছিলাম, তেমনই আমরা পেয়েছি। সে জন্য ইডেন কিউরেটরকে ধন্যবাদ। কিন্তু আমাদের দলের ক্রিকেটারদের এই ধরনের উইকেটে সঠিক ভাবে খেলার মতো মানসিক শক্তি ও দক্ষতায় আরও উন্নতি করতে হবে। দলের বেশির ভাগ খেলোয়াড়ই খুব একটা অভিজ্ঞ নয়। ওদের এই ধরনের উইকেটে খেলা আরও শিখতে হবে”।

একইসঙ্গে গম্ভীর বলেছেন, “আমাদের একটাও পার্টনারশিপ তৈরি করতে পারেনি। আমাদের একটা ৪০-৫০ রানের পার্টনারশিপ তৈরি করতে পারিনি। এটা হারের একটা কারণ। আমাদের পরাজয় থেকে শিক্ষা নিতে হবে।”

পরের টেস্ট ২২ নভেম্বর। ইডেন টেস্ট তিনদিনে শেষ হয়ে যাওয়ায় বাড়তি দু’দিন পাওয়া গিয়েছে।প্রথমে পরিকল্পনা ছিল, জিতলে কয়েকজন ক্রিকেটার ছুটি নিতেন। সব ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার ইডেনেই অনুশীলন করবে ভারতীয় দল।

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...