রাজ্যে ফের বিপুল টাকা উদ্ধার। তবে ইডির হানায় নয়, এসটিএফের(STF) তল্লাশিতে। নায়ারণপুর এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার নগধ ৫ কোটি টাকা।

রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে নারায়ণপুর থানা এলাকার বারো মাথার মোড়ে একটি সন্দেহভাজন গাড়িটিকে আটক করা হয়। এরপরেই রাজ্য পুলিশের এসটিএফ(STF) সেই বড় গাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। ওই ঘটনায় গাড়ির চালক-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত আকরাম খান (৩৫) এবং ইমরান খান (৩১) দুজনই বীরভূমের বলে খবর। পুলিশ জানিয়েছে গাড়ির ভিতরে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে ওই টাকা উদ্ধার করা হয়েছে। তবে ওই টাকা কোথায় যাচ্ছিল, কোথা থেকে এসেছিল, গাড়ির চালক কিংবা তাঁর সঙ্গী সেই বিষয় কোন সদুত্তর দিতে পারে নি।

পুলিশ নারায়ণপুর থানায় একটি মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ।। জানা গিয়েছে, এসটিএফ এর একটি দল এবং নারায়ণপুর থানার স্থানীয় পুলিশ যৌথভাবে বীরভূম থেকে আসা একটি স্করপিও গাড়ি থেকে টাকা সহ সন্দেহজনক জিনিসপত্র আটক করেছে।

এই বিপুল অঙ্কের টাকা তাঁদের কাছে থাকার কোনও যুক্তিসঙ্গত কারণ বা নথিপত্র দুজনের কাছে ছিল না। সমস্ত টাকা জিপার লাগানো একাধিক ব্যাগে রাখা হয়েছিল। সাদা রঙের মাহিন্দ্রা স্করপিও গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।


