Monday, November 17, 2025

অভিষেকের অনুরোধে অনশন প্রত্যাহার, মঞ্চেই অসুস্থ মমতাবালা ঠাকুর ভর্তি হাসপাতালে

Date:

Share post:

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অনুরোধে রবিবার রাতেই SIR-এর প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। সোমবার বেলা ১২ টায় গত ১৩ দিন ধরে চলা অনশন প্রত্যাহারের কথা থাকলেও তার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মমতাবালা। পরিস্থিতি সামাল দিতে মঞ্চেই তাঁকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে অবস্থার অবনতি হলে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে (Bongaon Specialty Hospital) ভর্তি করা হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠির বার্তা নিয়ে রবিবার বিকেলে রাজ্যের দুই মন্ত্রী তথা তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব  শশী পাঁজা ও স্নেহাশিস চক্রবর্তী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অনশনমঞ্চে উপস্থিত হন। মঞ্চেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা শোনানো হয় মতুয়াদের। সেখানে অভিষেক বার্তা দেন, এই অনশনের মর্যাদা বুঝবে না বিজেপি। এই আন্দোলন চলবে, তাই শারীরিক ভাবে সকলকেই সুস্থ থাকতে হবে। তাই তিনি মতুয়াদের অনুরোধ করেন অনশন তুলে নেওয়ার।

এরপরেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা আলোচনায় বসেন। অনশন তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই দাবিকে সমর্থন জানিয়ে আগামী দিনে কলকাতা-সহ দিল্লির বুকে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছেন সেই কথাও এদিন জানিয়ে দেওয়া হয় l মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur) জানিয়েছিলেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যাদিকে বিভিন্ন রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠন অনুরোধ করেছেন অনশন প্রত্যাহারের জন্য। তবে আগামী দিনে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন চলবে।
আরও খবর: নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

কিন্তু সোমবার সকালে হঠাৎ ঠাকুরনগর অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন মমতা ঠাকুর। সাময়িকভাবে প্রেশার, সুগার পরীক্ষা করে স্যালাইন দেওয়া হয়। লেবুর রস খাইয়ে মমতাবালা ঠাকুর ও গোঁসাই পাগলদের অনশন ভেঙে দেন অন্যান্য গোঁসাইরা। এরপরেই মমতাবালাকে অ্যাম্বুল্যান্সে করে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে রাজ্যসভার সাংসদের।

spot_img

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...