Thursday, November 20, 2025

রাজ্যপালের অধিকার নেই অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখার, সাফ জানালো সুপ্রিম কোর্ট

Date:

Share post:

রাজ্যপালের কাছে দিনের পর দিন আটকে রয়েছে বিল, অথচ তিনি স্বাক্ষর করছেন না। যার ফল হিসেবে আইন প্রণয়নের সমস্যার মুখে পড়তে হচ্ছে রাজ্যের সরকারকে। বাংলার বুকে এ ঘটনা বারবার ঘটে চলেছে। কিন্তু দীর্ঘ সময় ধরে বিল আটকে রাখার ক্ষমতা কি রাজ্যপালের আছে? সুপ্রিম কোর্ট (Supreme Court) আগেই জানিয়েছিল শুধু রাজ্যপাল কেন, রাষ্ট্রপতিও দিনের পর দিন কোনও বিল আটকে রাখতে পারেন না। এবার প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় (Presidential Reference Case) দেশের শীর্ষ আদালতের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সাফ জানিয়ে দিল যদি রাজ্যপাল সেটা করেন তাহলে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভঙ্গ করার সমান। তবে বিল পাশের জন্য নির্দিষ্ট সময়সীমাও আদালত বেঁধে দিতে পারেনা।

চলতি বছর এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল আইনসভায় পাশ করা কোনও বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। সাম্প্রতিককালে এমন ঘটনা বহুবার দেখা গেছে যেখানে এ রাজ্যের একাধিক বিল আটকে পড়ে রয়েছে রাজ্যপালের কাছে। পাশাপাশি কিছু বিল আবার তিনি ইচ্ছে করে রাষ্ট্রপতির কাছে হয় পাঠাচ্ছেন না বা পাঠালেও রাষ্ট্রপতি তরফে কোনও উত্তর মিলছে না। এতে নতুন আইন প্রণয়নের সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে অপরাজিতা বিলের মতো গুরুত্বপূর্ণ বিল দীর্ঘদিন ধরে রাজ্যপালের কাছে আটকে পড়ে রয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে আগেই অসন্তোষ প্রকাশ করেছে। কিন্তু বিরোধিতা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) প্রশ্ন তুলেছিলেন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শীর্ষ আদালতে রয়েছে কিনা তা নিয়ে। সংবিধানের ১৪৩ ধারা প্রদত্ত বিশেষ অধিকার বলে শীর্ষ আদালতের ওই রায় নিয়ে ১৪টি প্রশ্ন তুলে দেন তিনি। এরপরই সর্বসম্মতিক্রমে গঠিত হয় পাঁচ সদস্যের প্রেসিডেন্ট সেল রেফারেন্স বেঞ্চ। সেখানে প্রধান বিচারপতি ছাড়া রয়েছেন, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বিক্রমনাথ, পিএস নরসিমা এবং এএস চন্দরকর। এবার সেই বেঞ্চ জানিয়ে দিল, বিলে সম্মতি না দিলে তা বিধানসভায় ফেরত পাঠাতে হবে। কিন্তু কোনওভাবেই বিল আটকে রাখতে পারেন না রাজ্যপাল। তাঁকে নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা করতে হবে। সাংবিধানিক বেঞ্চের পর্যবেক্ষণ, একটা সিস্টেমে দু’জন চালকের আসনে থাকতে পারেন না। এক্ষেত্রে চালকের আসনে একমাত্র নির্বাচিত সরকার থাকতে পারে, রাজ্যপাল নন। এক্ষেত্রে বেঞ্চের দুটো গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে। এক, রাজ্যপাল বা রাষ্ট্রপতি কতদিনের মধ্যে বিল সই করবেন তার সময়সীমা সুপ্রিম কোর্ট বেঁধে দিতে পারেনা। এবং দুই, যদি বিষয়টা অনির্দিষ্টকালের দিকে গড়ায় সে ক্ষেত্রে বিচার বিভাগকে হস্তক্ষেপ করতে হবে।

 

spot_img

Related articles

তৃণমূল BLA-দের উপর বিজেপি-র হামলা! দোষীদের শাস্তির দাবি কুণালের

বিজেপির গুন্ডাদের হাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূলের দুই বিএলএ-২ পবিত্রকুমার সাউ ও দেবব্রত মাইতির আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র...

কলকাতায় ১৫ বছরের পুরোনো বাস চলাচলে নতুন গাইডলাইন, উপকৃত মালিকেরা

বাণিজ্যিক যানবাহনের বয়সসীমা নিয়ে কলকাতা হাই কোর্টের সাম্প্রতিক রায়ের পর পরিবহণ দফতর নতুন নির্দেশিকা জারি করেছে। দফতরের বিজ্ঞপ্তি...

স্মৃতির বিয়ে উপলক্ষ্যে একত্রিত টিম ইন্ডিয়া, শুরু প্রি-ওয়েডিং সেলিব্রেশন

বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana )। সংগীত শিল্পী...

শতাব্দীর সামনেই সংঘর্ষ দুই গোষ্ঠীর! দলের নয়, বিরোধীদের কোন্দল: দাবি তৃণমূল সাংসদের

বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi Ray) সামনেই সংঘর্ষ দুই গোষ্ঠীর। আর সেই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের...