Saturday, November 22, 2025

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

Date:

Share post:

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। এদিন বিকেল পাঁচটা নাগাদ ফেডারেশনের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক বৈঠকে রীতিমতো তথ্য দিয়ে স্বরূপ অভিযোগ করেন, টেকনিশিয়ানদের প্রায় ১৯ লক্ষ টাকা দু’বছর ধরে রুদ্রনীলের কাছে বাকি পড়ে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় (Social media) রীতিমতো পোস্ট করে রুদ্রনীল অভিযোগ করেন টালিগঞ্জের কিছু লোকের দাদাগিরিতে নাকি শুটিং বন্ধ হচ্ছে। রুদ্রনীলের একের পর এক অভিযোগের জবাবে দিন তথ্য তুলে ধরেন ফেডারেশনের সভাপতি। অভিযোগ, গত প্রায় দুবছর ধরে রুদ্রনীল ঘোষের প্রোডাকশন সংস্থা ফেডারেশনের টেকনিশিয়ানদের প্রায় পাঁচ লক্ষ টাকার বকেয়া মেটায়নি। ফেডারেশন বারবার মেল পাঠিয়েছে, যোগাযোগ করেছে — কিন্তু টাকা মেলেনি। যে ওয়েব সিরিজ ‘মাতঙ্গী’ নিয়ে এই অভিযোগ সেটি যৌথ প্রযোজনায় তৈরি। রুদ্রনীলের পক্ষ থেকে জানানো হয়, ক্যামেলিয়া প্রোডাকশন এই বকেয়া টাকী দেবে। কিন্তু ক্যামেলিয়া প্রোডাকশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, রুদ্রনীল ঘোষের প্রোডাকশন সংস্থার সঙ্গে যে চুক্তি হয়েছিল, তা পূরণ করা হয়নি। বিভিন্ন ক্লজ ভাঙায় বকেয়ার দায়ভার তাদের নয়। শেষ পর্যন্ত ফেডারেশনকে জানানো হয়, পুরো টাকা দেবে ওয়ার্কশপ প্রোডাকশন অ্যান্ড অ্যালায়েড প্রাইভেট লিমিটেড।

এখানেই শেষ নয়, ১৮ নভেম্বর অঙ্কুশ আগরওয়াল নামে ব্যক্তি ফেডারেশন দফতরে লিখিত অভিযোগে জানিয়েছেন, ওয়ার্কশপ প্রোডাকশন অ্যান্ড অ্যালায়েড প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ২০২২-২০২৩ সালে একটি ওটিটি সিরিজের শুটিং করা হয়। সেখানে অঙ্কুশ আগরওয়াল ও প্রান্তিক গায়েন নামে দুই ব্যক্তি প্রায় ১৯,২৫,০০০টাকা রুদ্রনীলের প্রোডাকশন সংস্থাকে দিয়েছিলেন। কিন্তু সেই টাকা তাঁরা ফেরত পাননি বলে অভিযোগ। রুদ্রনীলের বিরুদ্ধে পদক্ষেপ করতে ফেডারেশনকে অনুরোধ করেছেন অঙ্কুশ।

এই সমস্ত অভিযোগের সপক্ষে নথি দেখিয়ে রুদ্রনীল ফেডারেশনকে নিয়ে যে কুৎসা করেছেন তার নিন্দা করেন স্বরূপ। বলেন, ‘‘মিথ্যা, কুৎসা করে ফেডারেশনকে চাপে রাখা যাবে না। উনি অনেক মিথ্যা কথা রটিয়ে বেড়াচ্ছেন।…ওঁর কাছে টেকনিশিয়ানদের প্রায় ১৯ লক্ষ টাকা দু’বছর ধরে বাকি পড়ে রয়েছে। বারবার বলার পরও উনি গরিব টেকনিশিয়ানদের পাওনা টাকা দেননি।’’

ফেডারেশনের কর্মীরা অনেকেই রুদ্রনীলের এই অভিযোগে অত্যন্ত অপমানিত। স্বরূপ স্পষ্ট জানান, “আমরা মর্মাহত— কারণ আজ রুদ্রনীল যেভাবে খ্যাতির শিখরে পৌঁছেছেন, সেটি কলাকুশলীদের কাঁধে চড়ে হয়েছে।”

আরও পড়ুন- কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...

বিজেপির দ্বিচারিতা! ছাব্বিশে হাতেনাতে শাস্তি দেবে বাংলা, শাহকে কড়া জবাব তৃণমূলের

বিজেপির দ্বিচারিতা ধরে ফেলেছে বাংলার মানুষ। এবার বাংলা-বিরোধী দলকে হাতেনাতে শাস্তি দিতে তৈরি তারা। ২০২৬-এই বিজেপি পাবে যোগ্য...