জেলার পাশাপাশি কলকাতার উত্তর ও দক্ষিণ—দুই অংশেই বিএলএ ২-এর কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারের ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, বহু বিধানসভায় এখনও পর্যন্ত বিএলএ ২ রেজিস্ট্রেশনে গড়িমসি চলছে। ফর্ম ভরা বা জমা দেওয়ার ক্ষেত্রে যেভাবে তৎপরতা দরকার, তার অভাব স্পষ্ট।

এই অবস্থায় সোমবার সকালেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। তারপর নেত্রীর নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ফোন করেন। তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ সাংগঠনিক দায়িত্ব, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়। অভিষেক এদিন জানান, উত্তর ও দক্ষিণ কলকাতার পরিস্থিতি নিয়ে আলাদা সাংগঠনিক বৈঠক করা জরুরি। তাঁর নির্দেশে মঙ্গলবার উত্তর কলকাতার বৈঠক ডাকা হয়েছে মোহিত মঞ্চে। দক্ষিণ কলকাতাতেও শীঘ্রই পৃথক বৈঠক হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বাংলায় নয়া রাজনৈতিক জোট! নির্বাচনী ইস্তেহারও প্রকাশ

_

_

_

_

_

_

_
_

