Monday, November 24, 2025

জিতুর সঙ্গে সমস্যার জের, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া!

Date:

Share post:

অনেক রটনা আর অনেক জল্পনার শেষে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল। মনে করা হচ্ছিল পারস্পারিক মনোমালিন্য আর তিক্ততার জেরে ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়াল ছাড়বেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। কিন্তু ঘটলো ঠিক উল্টো ঘটনা। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জনপ্রিয় মেগা ধারাবাহিক থেকে বেরিয়ে গেলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Dwitipriya Roy)। সোমবার দুপুরে ই-মেল মারফত নিজের সিদ্ধান্ত জানিয়েছেন নায়িকা। ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal motion picture artists forum) তরফে অফিসিয়াল বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিতও করা হয়েছে।

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকে জিতু-দিতিপ্রিয়া জুটি প্রথম থেকেই দর্শকের মন জয় করেছে। কিন্তু আর্য-অপর্ণার অনস্ক্রিন সম্পর্ক যতই রোমান্টিক দিকে এগোক না কেন অফস্ক্রিনে ততই বেড়েছে তিক্ততা। মাস খানেক আগেও সমাজমাধ্যমে অভিনেতা-অভিনেত্রী একে অন্যকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করে সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে আসেন। কোনওমতে সেই অবস্থা সামাল দেওয়া গেলেও ফের শ্যুটিং সেটে দেরি করে আসা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বাঁধে। যদিও টেলিপাড়ার আনাচে-কানাচে খবর এটা একটা উপলক্ষ্য মাত্র, সতীর্থর সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকে যাওয়ায় এ জুটি ভেঙ্গে যাওয়ারই ছিল।শনিবার আর্টিস্ট ফোরাম নায়ক-নায়িকার ঝামেলা মেটাতে একটি বৈঠক করেছিল। দিতিপ্রিয়া নিজেই শরণাপন্ন হয়েছিলেন ফোরামের। বৈঠকে হাজির ছিলেন জিতু-দিতিপ্রিয়া-সহ চ্যানেল ও প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা। সেখানে অভিনেত্রী সাফ জানান, তিনি আর এই সিরিয়ালে কাজ করতে চান না। ফোরামের নিয়ম অনুয়ায়ী কাজ ছাড়ার আগে দু-মাসের নোটিশ পিরিয়ড দেওয়ার কথা নায়িকার। তবে শারীরিক ও মানসিক অপারগতার কারণ দেখিয়ে সেই নিয়ম শিথিল করতে আর্জি জানান নায়িকা। অবশেষে সোমবার দুপুর ১২.১২ নাগাদ ই-মেল মারফত আর্টিস্ট ফোরামকে নিজের সিদ্ধান্তের কথা অফিশিয়ালি জানিয়ে দিয়েছেন ‘চিরদিনই তুমি যে আমার’-এর অপর্ণা। এই ঘটনায় জিতুর প্রতিক্রিয়া মেলেনি। তবে তার বিপরীতে নতুন মুখ হিসেবে কোন নায়িকাকে নিয়ে আসা হবে এখন সেটা নিয়েই চিন্তাভাবনা করছে চ্যানেল ও প্রযোজনা সংস্থা।ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রত্যুষা পাল বা সৌমিতৃষা কুণ্ডু, কিংবা একদম নতুন মুখ আসতে পারে ধারাবাহিকে।

spot_img

Related articles

নিয়ম ভেঙে পরীক্ষা নিলে শো-কজ! সাসপেনশনও হতে পারে প্রধান শিক্ষকদের, কড়া নির্দেশ পর্ষদের 

এসআইআর সংক্রান্ত কাজের জন্য বহু স্কুলে শিক্ষক পাঠানো হচ্ছে। ফলে ক্লাসরুমের পড়াশোনা ব্যাহত হচ্ছে, সময়মতো সিলেবাস শেষ করাও...

পড়ে গিয়ে পা ভাঙল কুণালের: মঙ্গলে অস্ত্রোপচার, চোট মাথাতেও

পড়ে গিয়ে ফের পা ভাঙল তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। সোমবার, সকালে বাথরুমে (Bathroom)...

SIR-এর কাজে টপ-ব্যাক বিধানসভা: তালিকা তৈরি করে দিলেন অভিষেক

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে শাসকদল তৃণমূল কংগ্রেস পুরদস্তুর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল তা স্পষ্ট করে দিলেন দলের...

প্রকাশিত এসএসসি নবম–দশম শিক্ষক নিয়োগের ফল, শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল। সোমবার নির্ধারিত সময় অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের...