ঠিক এক বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। এবার প্রতিপক্ষ পাল্টে দক্ষিণ আফ্রিকা(South africa)। আরও একবার হোয়াইটওয়াশের লজ্জার মুখে গম্ভীরের টিম ইন্ডিয়া(Team India)।

গুয়াহাটি টেস্টের (Guwahti Test) চতুর্থ দিনের একেবারে শেষের দিকে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান করে ব্যাটিং ডিক্লেয়ার করে দিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে লিড থাকার ফলে ভারতের লক্ষ্যমাত্রা হতে দাঁড়াল এই টেস্ট জিততে হলে ৫৪৯ রান। চতুর্থ দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ২৭। স্কোরবোর্ড বলছে শেষ দিনে ম্যাচ বাঁচানোর কঠিন লড়াই ভারতের সামনে।

গুয়াহাটি টেস্টের প্রথম দিন বাদ দিলে দ্বিতীয় দিন থেকেই ব্যাকফুটে ভারত। একই পিচে সাবলীল ব্যাটিং করছে প্রোটিয়ারা, কিন্তু তাতেই হিমশিম দশা ভারতের। ব্যাটিং বোলিং দুই বিভাগেই চূড়ান্ত ব্যর্থ টিম ইন্ডিয়া(Team India)।।

মনে করা হয়েছিল চতুর্থ দিন দ্রুত ইনিংস ছেড়ে হবে প্রোটিয়ারা। কিন্তু প্রায় ৫ ঘণ্টা ব্যাট করল বাভুমার দল। চতুর্থ দিনে ৭০ ওভারে ব্যাটিং করে তুলল ২২৬ রান। সুবিধাজনক জায়গায় থাকলেও অতি আগ্রাসী হল না প্রোটিয়ারা। কারণ আগ্রাসী খেলতে গিয়ে উইকেট পড়লেও কিছু হত না। কিন্তু তা না করে ট্রিস্টান স্টাবসের শতরানের অপেক্ষা করলেন বাভুমা। তবে স্টাবসের শতরানও এল না। অবশেষে ২৬০ রানে ডিক্লেয়ার করল দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের সঙ্গী শুধুই ব্যর্থতা। জাদেজা ২৮.৩ ওভার বল করে ৬২ রান করে ৪ উইকেট নিলেন। সুন্দর নিলেন ১ উইকেট। খরচ করলেন ৬৭ রান। অল রাউন্ডার প্রীতিতে নীতীশ রেড্ডিকে খেলানো হয়েছিল। কিন্ত ৪ ওভারের বেশি তাঁকে বোলিং করালেন পন্থ।এমনকি ১ ওভার বোলিং করলেন যশস্বীও। বুমরাহ, সিরাজ , কুলদীপরা শুধুই হাত ঘোড়ালেন কিন্ত কোনও লাভ হল না।

বিরাট রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে শুরুতেই ছন্দপতন ভারতের। জয়সওয়াল ১৩ এবং রাহুল ৬ রানে আউট হয়েছেন। সাই সুদর্শন ২ কুলদীপ ৪ রানে অপরাজিত আছেন। ম্যাচ বাঁচাতে শেষ দিনে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। কিন্ত গম্ভীরের অল-রাউন্ডাররা সেটা কতটা পারবে সেটা নিয়ে সন্দেহ আছে।

–

–

–

–

