Wednesday, December 3, 2025

SIR প্রক্রিয়া চলাকালীন ‘হেল্প ক্যাম্প’: কীভাবে সাহায্য পাবেন, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর প্রক্রিয়ার কারণে রাজ্যে প্রাণ গিয়েছে ৩৯ জন মানুষের। এখনও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। তড়িঘড়ি চালু করা এসআইআর (SIR) প্রক্রিয়ার জন্য প্রশাসনিকভাবেও মানুষের পাশে দ্রুত দাঁড়ানো সম্ভব হয়নি, কারণ প্রশাসনের একটা বড় অংশকে এসআইআর প্রক্রিয়ায় কাজে লাগাচ্ছে কমিশন (Election Commission)। তবে এবার এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকা প্রকাশের আগেই সাধারণ মানুষকে নথি নিয়ে সাহায্য করতে বাংলার প্রশাসন চালু করছে ‘মে আই হেল্প ইউ’ (May I Help You) ডেস্ক। মালদহের (Maldah) সভা থেকে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার নবান্নে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে সাহায্যের জন্য ক্যাম্প চালু করার সিদ্ধান্ত হয়েছিল। মালদহের গাজোলের (Gazole) সভা থেকে সেই ক্যাম্পের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, আমরা ‘মে আই হেল্প ইউ ক্যাম্প’ চালু করছি। আমি আগেই ঘোষণা করেছি। আজ সেটা জানাচ্ছি। ১২ তারিখ থেকে ‘মে আই হেল্প ইউ ক্যাম্প’ (May I Help You) হবে। ব্লকে ব্লকে (block)।

কীভাবে সাহায্য পাওয়া যাবে সেই শিবির থেকে? অল্প কথায় ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী জানান, যাঁর যা প্রয়োজন, যেটা নেই সেটা করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, হয়তো সংশাপত্র (certificate) অ্যাপ্লাই করেছেন, পাননি। চিন্তা করবেন না। ওখান থেকে পেয়ে যাবেন।

একদিকে প্রশাসন যেভাবে সেই শিবিরগুলিতে সাধারণ মানুষের হারানো বা প্রয়োজনীয় নথি পেতে সাহায্য করবে, সেভাবেই সেই শিবির থেকে দলীয় কর্মী যারা বিএলএ (BLA) হিসাবে কাজ করছেন, তাঁদের জন্যও বার্তা দেন দলনেত্রী। তিনি জানান, তৃণমূল কর্মীদের বলছি। অ্যাক্টিভলি বিএলএ-দের কাজ করতে হবে। এবং নির্বাচনের সময়ে যেভাবে বুথ ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য, দিন রাত এক করে, পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে।

আরও পড়ুন : স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

তবে শুধু নিচুস্তরের বিএলএ নয়, দলের শীর্ষ নেতৃত্বদেরও এই শিবির সম্পর্কে সচেতন করেন তৃণমূল নেত্রী। তাঁদের উদ্দেশ্যে নেত্রীর নির্দেশ, যাঁরা নেত্রীবৃন্দ আছেন দরকার হলে বাড়ি থেকে রুটি ডাল বা দুটো ভাত ডাল সেদ্ধ, আলু সেদ্ধ করে দেবেন। তারা (বিএলএরা) যাতে খাবারটা পায়। মাঝে মাঝে একটু চা করে দেবেন। যাঁরা কাজ করছে তাদের সাহায্য করা আমাদের মানবিক কর্তব্য।

spot_img

Related articles

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...

এসআইআর আতঙ্কে তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী গৃহবধূ! হাওড়ায় অসুস্থ বিএলও

এসআইআর সংক্রান্ত চাপে একই দিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটল রাজ্যে। কোচবিহারের তুফানগঞ্জে আতঙ্কে আত্মঘাতী হলেন এক গৃহবধূ, অন্যদিকে...